চট্টগ্রামের চন্দনাইশে স্কাউটসের (কাব) ৪১৯ তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ১৫ মে ) সকাল থেকে দিনব্যাপী উপজেলা অডিটোরিয়াম হল রুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ স্কাউটস চন্দনাইশ উপজেলার সহ-সভাপতি ও খানদীঘি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বশর।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্কাউটস চন্দনাইশ উপজেলার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিব হোসেন।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.কবির হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায়।
বাংলাদেশ স্কাউটস চন্দনাইশ উপজেলার ইউনিট লিডার সাইফুল ইসলাম ও স্কাউটস কমিশনার মো হাবিবুল্লাহ'র যৌথ সঞ্চালনায় এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সম্পাদক মো.ফরহাদ হোসেন, কোষাধ্যক্ষ মো.নাজিম উদ্দিন, যুগ্ম সম্পাদক শাফায়েত জেরিন, এডাল্ট লিডার লিমা আকতার।
উক্ত অনুষ্ঠানে কোর্স লিডার হিসেবে উপস্থিত ছিলেন স্কাউটার মো.সোলাইমান। প্রশিক্ষক ছিলেন, স্কাউটার পূরবী বড়ুয়া, সৈয়দ মো.মোস্তাফিজুর রহমান, মাহবুবুল আলম।