শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

কালবৈশাখীতে আত্রাইয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
  ১৭ মে ২০২৫, ১৬:৩৮
কালবৈশাখীতে আত্রাইয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি
নওগাঁর আত্রাইয়ে কালবৈশাখী ঝড়ে রেললাইনের ওপর উড়ে পড়া টিনের চালা সরিয়ে নিচ্ছেন এলাকাবাসী: ছবি যায়যায়দিন

নওগাঁর আত্রাইয়ে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। টিনের চালা উড়ে রেললাইনের উপর পড়ায় অল্পের জন্য বড় ধরনের ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেন।

জানা যায়, গত শুক্রবার (১৬ মে) রাত সাড়ে ৯টার দিকে আত্রাইয়ের উপর দিয়ে বয়ে যায় কালবৈশাখী ঝড়।

1

এ ঝড়ে আত্রাই বিহারীপুর রেল গেটের দক্ষিণে একটি টিনের চালা এসে পড়ে রেললাইনের উপর।

এদিকে কিছু পর ঢাকা থেকে পঞ্চগড়গামী আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেন এসে পৌঁছালে এলাকাবাসী লাল বাতি প্রদর্শন করে ট্রেনটি থামিয়ে দেয়।

ফলে বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেন যাত্রীরা।

এ ছাড়াও কালবৈশাখী এ ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় বিদ্যুৎ ব্যবস্থা। রাত ১০টা থেকে গতকাল শনিবার বেলা ১১টা পর্যন্ত সমগ্র আত্রাই বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে।

আত্রাই পল্লী বিদ্যুতের ডিজিএম কাজি আয়েশা ছিদ্দিকা সরকার বলেন, তিনটি স্থানে বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে এবং বেশ কিছু জায়গায় গাছ ভেঙে বিদ্যুতের তারের উপর পড়ায় তার ছিঁড়ে গেছে। এসব মেরামত করা হলে উপজেলার সব ফিডারে বিদ্যুৎ চালু করা হবে।

এদিকে এ ঝড়ে কৃষকদের পাকা ধান ও ভুট্টার ব্যাপক ক্ষতি হয়েছে। বিপুল পরিমান কাঁচা আম গাছ থেকে ঝড়ে যাওয়ায় আম চাষিরা হতাশ হয়ে পড়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে