মশা তাড়াতে গোয়ালঘরে কয়েল জ্বালিয়ে দিয়েছিলেন কৃষক আবুল হাসেম। সেই কয়েল থেকে ছড়িয়ে পড়া আগুনে পুড়ে মারা পড়েছে একটি গরু।
সঙ্গে দগ্ধ হয়েছে আরও ৪টি গরু। পুড়ে গেছে গোয়ালঘরটিও। গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার আমজাদহাট ইউনিয়নের উত্তর ধর্মপুর এলাকায় এঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর ধর্মপুর গ্রামের কৃষক আবুল হাসেম গত শুক্রবার দিবাগত রাতে গোয়ালঘরে পাঁচটি গরু রেখে মশা তাড়ানোর জন্য কয়েল জ্বালিয়ে ঘরের দরজা বন্ধ করে তালা লাগিয়ে দেন।
রাতে খাবার খেয়ে তিনি ঘরে শুয়ে পড়েন। রাতের কোনো এক সময়ে আবুল হাসেমের স্ত্রী গোয়ালঘরে আগুন দেখে চিৎকার শুরু করেন।
কৃষক আবুল হাসেম জানান, মশার জন্য জ্বালিয়ে রাখা কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে পুড়ে ১ লাখ ৪০ হাজার টাকা দামের তাঁর একটি গরু মারা গেছে এবং আরও ৪টি গরু দগ্ধ হয়েছে।
দগ্ধ গরুগুলোর মধ্যে ১ লাখ ২০ হাজার টাকা দামের দুটি গরু ৪০ হাজার করে ৮০ হাজার টাকা দাম ধরে স্থানীয় লোকজনরা জবাই করেন।
অপর দুটি আবাল গরু বাড়িতে রেখে চিকিৎসা চলছে বলে জানিয়েছেন তিনি।
ফুলগাজী থানার পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) নুরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মশার কয়েল থেকে আগুনের সুত্রপাত ঘটতে পারে। তবে অভিযোগ পেলে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।