নেত্রকোনার আটপাড়া উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন উৎসবমুখর পরিবেশে শনিবার (১৭ মে) উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
আটপাড়া উপজেলা বিএনপির আহবায়ক মাছুম চৌধুরীর সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন জেলা বিএনপির আহবায়ক ডা. মো. আনোয়ারুল হক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ।
সম্মেলনে অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মাহফুজুল হক, মজিবুর রহমান খান, তাজেজুল ইসলাম ফারাস সুজাত, বজলুর রহমান পাঠান, এস.এম মনিরুজ্জামান দুদু, উপজেলা বিএনপির আহবায়ক মাছুম চৌধুরী, যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রফিক, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোর্শেদ হাবিব ভুইয়া জুয়েল প্রমুখ।
দ্বি-বার্ষিক সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ উদ্দিন খান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড. আরিফা জেসমিন নাহীন,
জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার, সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তালুকদার, সাবেক সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেন ভুইয়া দুলাল,
সাবেক সাংগঠনিক সম্পাদক এস.এম শফিকুল কাদের সুজা, সাবেক যুগ্ম সম্পাদক ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডি. জেড.এম হাসান বিন শফিক সোহাগ, জেলা বিএনপির সদস্য ইমরান তালুকদার,
জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহাবুব চৌধুরী, সাধারন সম্পাদক শামসুল হুদা শামীমসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের গোপন ব্যালট ভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৪৯৭ জন ভোটারের মধ্যে ৪৮৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ব্যালট ভোটে মাছুম চৌধুরী সভাপতি এবং রফিকুল ইসলাম রফিক সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।