রোববার, ১৮ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

গাইবান্ধা শহর বিএনপির ওয়ার্ড কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত

গাইবান্ধা প্রতিনিধি
  ১৭ মে ২০২৫, ১৯:১৭
গাইবান্ধা শহর বিএনপির ওয়ার্ড কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত
ছবি: যায়যায়দিন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গাইবান্ধা শহর বিএনপির ৬নং ওয়ার্ড শাখার সম্মেলন ও কাউন্সিল শুক্রবার বিকেলে স্থানীয় মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা: মইনুল হাসান সাদিক।

সম্মেলনের উদ্বোধন করেন শহর বিএনপির আহবায়ক শহিদুজ্জামান শহীদ। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল।

1

মাহাবুবর রহমান বাপির সভাপতিত্বে ও আলতাফ হোসেন মামুনের সঞ্চালনায় সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা জিয়া পরিষদের আহবায়ক আব্দুল আউয়াল আরজু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, অ্যাড. মনজুর মোর্শেদ বাবু, আনিছুর রহমান নাদিম,

শহর বিএনপির সদস্য সচিব মোস্তাক আহমেদ প্রমুখ। শেষে মাহাবুবর রহমান বাপি সভাপতি, আলতাফ হোসেন মামুন সাধারণ সম্পাদক ও সাজ্জাদ হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে একটি কমিটি ঘোষণা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে