ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা ও ভোক্তার অধিকার লঙ্ঘনের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
শনিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত বাইপাস সড়কে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জি.এম. রাশেদুল ইসলাম।
আদালত সূত্রে জানাজায়, আখাউড়ার খরমপুর বাইপাস এলাকার হোটেল ব্যবসায়ী কামরুল হাসানকে লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা করার দায়ে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অন্যদিকে, বাইপাস রেলগেট এলাকায় সরকারি জায়গায় খোলা ড্রামে তেল বিক্রি করায় বিকল্প ট্রেডার্স’এর মালিক মো. নূরে আলমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জি.এম. রাশেদুল ইসলাম জানান, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে এবং নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।