যমুনার অববাহিকায় পরিবেশ সংকট ও সামাজিক আন্দোলন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ মে) বিকেলে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় দেলুয়া, শাহপুর, আগুড়িয়া উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে এই সভার আয়োজন করা হয়।
ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও এর আঞ্চলিক সংগঠন যমুনা রক্ষায় আমরা উক্ত অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেলুয়া, শাহপুর, আগুড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হয়রত আলী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া আজিজুল হক সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল কাদের। বিশেষ অতিথি ছিলেন বগুড়া মুজিবুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ ড. বেলাল হোসেন, ধরার উত্তরাঞ্চলের সমন্বয়ক জিয়াউর রহমান।
উপস্থিত ছিলেন যরার সদস্য সচিব খোরশেদ আলম, যরার সদস্য সংবাদকর্মী সৈয়দ ফজলে রাব্বী ডলারসহ বগুড়া ও সিরাজগঞ্জের ২০ জন পরিবেশকর্মী।
স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন, রাবেয়া, মজিদা বেগম, নাহার বেগম, মো. শরিফুল ইসলাম, মো. গোলাম রব্বানী, আছমাসহ আরও অনেকে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, যদী ভাঙন এলাকার মানুষের কথা আমরা শুনতে চাই। এই কথাগুলো সরকারের উচ্চ মহলে পৌঁছে দিতে চাই। সেখান থেকে আমাদের একটি সুষ্ঠু সমাধান আসবে বলে আমরা বিশ্বাস করি।
বেকুচির স্থানীয় এনজিও পরশের নির্বাহী পরিচালক নাসিরুল হকের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে সাধারণ মানুষ নদী ভাঙন থেকে রক্ষার জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন।