বাংলাদেশ পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে মানিকগঞ্জের শিবালয়ে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। রোববার শিবালয় থানা প্রাঙ্গণে এ উপলক্ষে অনুষ্ঠানে আলোচন সভা অনুষ্ঠিত হয়।
মানিকগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ইমতিয়াজ মাহমুদ প্রধান অতিথি এবং শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদিয়া সাবরিনা চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
এ সময় শিবালয় থানার অফিসার ইনচার্র্জ মো. কামাল হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য সত্যেন কান্ত পন্ডিত ভজন, শিবালয় উপজেলা বিএনপির সভাপতি রহমত আলী লাভলু, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. হাকিম উদ্দিন মাস্টার, সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিন, উলাইল ইউপি চেয়ারম্যান মো. আনিছুর রহমান, শিবালয় মডেল ইউপি চেয়ারম্যান মো. আলাল উদ্দিন আলাল,
থানা যুব দলের আহবায়ক মো. হোসেন আলী, সদস্য সচিব মো.সোহেল রানা, থানা শ্রমিক দলের সভাপতি মো. ফারুক হোসেন ও তেওতা ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ¦ আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ শাহজাহান বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিবালয় থানার তদন্ত ওসি মো. মজিবুর রহমান।প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমতিয়াজ মাহমুদ বলেন, পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে।
অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।