মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের উঠান বৈঠক অনুষ্ঠিত

শ্রীপুর পৌর(গাজীপুর)প্রতিনিধি
  ১৯ মে ২০২৫, ১৯:৩৭
মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের উঠান বৈঠক অনুষ্ঠিত
ছবি: যায়যায়দিন

গাজীপুর জেলার শ্রীপুর পৌরসভার ৪নং ওয়ার্ড ভাংনাহাটি মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের আয়োজনে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(১৯মে) সকাল ১১টায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে নারী ও শিশুদের উন্নয়ন বিষয়ে নানা পরিকল্পনা ও কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

1

সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন এস এম মোমোর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মরিয়ম আক্তারের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তার, প্রধান বক্তা সংগঠনের উপদেষ্টা ও বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন শ্রীপুর মহিলা অধিদপ্তরের ক্যাডেট অফিসার কাজী গফফার চৌধুরী, বিশিষ্ট ব্যাংকার মাহাবুবুর রহমান এবং সমাজসেবক এমদাদুল সরকার, সংগঠনের সহ-সভাপতি মোসাঃ ফাতেমা আখতার খাতুন, অর্থ সম্পাদক ফিরোজা, সাংগঠনিক সম্পাদক হাফছা, দপ্তর সম্পাদক উম্মে কুলসুম, সদস্য নাঈমা আক্তার স্মৃতি, মাহমুদা খাতুন, শাহানাজ পারভীন।

উঠান বৈঠকে বক্তারা বলেন, মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া নারীদের স্বাবলম্বী করে তোলা এবং সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলোয় আনাই এই সংগঠনের মূল লক্ষ্য। এ সময় বাল্যবিবাহ রোধ, নারী অধিকার রক্ষা, ও শিশুদের পুষ্টি ও স্বাস্থ্যসেবায় সচেতনতামূলক কার্যক্রম হাতে নেওয়ার সিদ্ধান্ত হয়। সংগঠনের সদস্যবৃন্দ ও স্থানীয় নারীরা এ উঠান বৈঠকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে