মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

সালথায় বাড়িঘর ভাংচুর: ঘটনাস্থল পরিদর্শনে শামা ওবাযেদ 

সালথা (ফরিদপুর) প্রতিনিধি
  ১৯ মে ২০২৫, ২০:০০
সালথায় বাড়িঘর ভাংচুর: ঘটনাস্থল পরিদর্শনে শামা ওবাযেদ 
ছবি : যায়যায়দিন

আকিকার মাংস ভাগাভাগি নিয়ে ফরিদপুরের সালথায় সংঘর্ষে বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিএনপির সাংগঠণিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।

আজ সোমবার (১৯ মে) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের রাঙ্গারদিয়া গ্রামে ক্ষতিগ্রস্থ বাড়িঘর পরিদর্শন করেন তিনি।

1

পরিদর্শনকালে শামা ওবায়েদ ইসলাম ক্ষতিগ্রস্থ পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, যারা ঘরবাড়ি ভাংচুর করেছে, তাদের বিচার হবে।

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, নিজেদের মধ্যে কেউ ঝামেলা করবেন না। নিজেরা ঝামেলা করলে দূষ্কৃতিকারীরা সুযোগ পেয়ে যায়। সবাই সতর্ক থাকবেন। ঐক্যবদ্ধ থাকবেন।

এসময় সালথা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সহসভাপতি শাহীন মাতুব্বর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুল হক, যদুনন্দী ইউনিয়ন বিএপির সভাপতি হুমায়ন খান সহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৯ মে রাতে ও ১০ মে সকালে উপজেলার সোনাপুর ইউনিয়নের রাঙ্গারদিয়া গ্রামে দফায় দফায় এ সংঘর্ষ-ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। খবর পেয়ে সালথা থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় একটি পক্ষের অন্তত ৩০টি ঘরবাড়ি ভাংচুর ও লুটাপাট করা হয়। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে