পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মৌলভীবাজার জেলার ৫টি উপজেলার ৪৪০ জন ইমাম, মুয়াজ্জিন ও খাদিমদের মাঝে ঈদুল আজহার উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তানভীর হোসেন সহ জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তাগণ। ৫টি উপজেলার মৌলভীবাজার সদর, রাজনগর, কুলাউড়া, কমলগঞ্জ ও শ্রীমঙ্গলের মধ্যে উপহার প্রদান করা হয়। অবশিষ্ট জুড়ী ও বড়লেখায় অবস্থানকারী ইমাম, মুয়াজ্জিন ও খাদিমদেরকে নিজ উপজেলা থেকে দেয়া হবে জানিয়ে দেওয়া হয়।