শনিবার, ২৪ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

ভেড়ামারায় পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
  ২৩ মে ২০২৫, ১৮:১০
ভেড়ামারায় পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
ছবি: যায়যায়দিন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুষ্টিয়ার ভেড়ামারা পৌর শাখার দ্বি-বার্ষিক-২০২৫ সম্মেলন শুক্রবার ভেড়ামারা সরকারি পাইলট স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।

ভেড়ামারা পৌর বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ এর সভাপতিতে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু।

1

সম্মেলনের উদ্বোধক ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ কুতুব উদ্দিন। প্রধান বক্তা ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার।

বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহিদুল ইসলাম, কুষ্টিয়া-১ আসনের সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা, কেন্দ্রীয় বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, ভেড়ামারা উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম ও সদস্য সচিব শাজাহান আলী।

অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বিশু, আসলাম উদ্দিন, মোঃ আব্দুর রব, পৌর বিএনপি'র যুগ্ম আহবায়ক শামীম রেজা, বদরুজ্জামান বাদল সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা উপস্থিত ছিলেন।

সম্মেলনে আগামী দুই বছরের ভেড়ামারা পৌর বিএনপি'র শাখার জন্য বীর মুক্তিযোদ্ধা আবু দাউদকে সভাপতি, শফিকুল ইসলাম ডাবলুকে সাধারণ সম্পাদক ও শামীম রেজা শামীমকে সাংগঠনিক সম্পাদক করে ২ বছর মেয়াদি কমিটি ঘোষণা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে