বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুষ্টিয়ার ভেড়ামারা পৌর শাখার দ্বি-বার্ষিক-২০২৫ সম্মেলন শুক্রবার ভেড়ামারা সরকারি পাইলট স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।
ভেড়ামারা পৌর বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ এর সভাপতিতে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু।
সম্মেলনের উদ্বোধক ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ কুতুব উদ্দিন। প্রধান বক্তা ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার।
বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহিদুল ইসলাম, কুষ্টিয়া-১ আসনের সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা, কেন্দ্রীয় বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, ভেড়ামারা উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম ও সদস্য সচিব শাজাহান আলী।
অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বিশু, আসলাম উদ্দিন, মোঃ আব্দুর রব, পৌর বিএনপি'র যুগ্ম আহবায়ক শামীম রেজা, বদরুজ্জামান বাদল সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা উপস্থিত ছিলেন।
সম্মেলনে আগামী দুই বছরের ভেড়ামারা পৌর বিএনপি'র শাখার জন্য বীর মুক্তিযোদ্ধা আবু দাউদকে সভাপতি, শফিকুল ইসলাম ডাবলুকে সাধারণ সম্পাদক ও শামীম রেজা শামীমকে সাংগঠনিক সম্পাদক করে ২ বছর মেয়াদি কমিটি ঘোষণা করা হয়।