ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি চট্টগ্রামের মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য গিয়াস উদ্দিন।
শুক্রবার ভোর পাঁচটার দিকে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ মিরসরাই থানায় দায়ের করা এক নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার করে। ওই সময় তার সঙ্গে স্ত্রী তাহমিনা গিয়াস ছিলেন।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুর রহমান বলেন, যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলে বিমানবন্দরেই গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মিরসরাই থানায় নাশকতার পাঁচটি মামলা রয়েছে।