দামুড়হুদার প্রতাবপুরে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় ফরজ আলী (৪৫) নামের একজনের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১০ টার দিকে উপজেলার প্রতাবপুর- (গলাইদড়ি সেতু)মুজিবনগর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফরজ আলী উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের প্রতাবপুর গ্রামের মুক্তার আলীর ছেলে।
স্বজনরা ও প্রত্যক্ষদর্শীরা জানান , দামুড়হুদার প্রতাবপুর গলাইদড়ি সেতুর পূর্ব পাশে গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে দর্শনা হতে একটি মোটরসাইকেল দ্রুত গতিতে আসার সময় প্রতাবপুরের ফরজ আলী রাস্তা পার হবার সময় দ্রুত গতিতে আসা মোটরসাইকেল সরাসরি তার ধাক্কা লাগে। সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে তাদেরকে চুয়াডাঙ্গা সদর হাসাপাতালে নেওয়া হয়। ফরজের অবস্থা আশংকাজনক হবার কারণে চিকিৎসক ঐ রাতেই তাকে রাজশাহী মেডিকেল হাসপাতালে রেফার করেন। আজ শুক্রবার (২৩ মে) ভোর ৫ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারাযান।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তারেক জুনায়েদ বলেন, সড়ক দুর্ঘটনায় আহত ফরজ আলীকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী রেফার্ড করা হয়েছিল।
এবিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ শহীদ তিতুমীর বলেন, এবিষয়ে এখনো পর্যন্ত কেহ মামলা করেনি। পরিবারের কেহ যদি বাদি হয়ে মামলা করে তাহলে আমরা তদন্ত করে প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হবে।