শনিবার, ২৪ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

সিংগাইরে যুবদল নেতার ওপর হামলা

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
  ২৩ মে ২০২৫, ১৮:২৫
সিংগাইরে যুবদল নেতার ওপর হামলা
আবু সায়েম

তিন ফসলি কৃষিজমি থেকে মাটি কাটার প্রতিবাদ করায় মানিগঞ্জের সিংগাইর উপজেলার জামির্তা ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি প্রকৌশলী আবু সায়েমের ওপর হামলার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২২ মে) সন্ধায় জামির্তা বাজারে এই ঘটনা ঘটে। আবু সায়েম তিন ফসলি জমি থেকে মাটিকাটা বন্ধসহ সমাজের বিভিন্ন অন্যায় ও অসংগতির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি ও আন্দোলন-সংগ্রামের নেতৃত্ব দিয়ে আসছে। তিনি উপজেলার চাপরাইল গ্রামের মৃত আব্দুস ছোবানের ছেলে।

1

পরিবারের অভিযোগ, কৃষি ও সরকারি খাস জমি থেকে অবৈধ ভাবে মাটি কাটার প্রতিবাদ করায় আবু সায়েমের উপর হামলা করে স্থানীয় মাটি খেকো আয়নাল বাহিনী। এঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। সেই সঙ্গে হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

হামলার শিকার আবু সায়েম বলেন, উপজেলার জামির্ত্তা ইউনিয়নের বাউদীপাড়া গ্রামের মাটি খেকো আয়নাল ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে তিন ফসলী কৃষি ও সরকারি খাস জমি থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রি করে আসছিল। এর প্রতিবাদে মানববন্ধন করা হয়। এছাড়া এই মাটি খেকোদের বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি করি। একারণে মাটি খেকো আয়নাল ও তার লোকজন আমার উপর ক্ষুব্ধ হন। বৃহস্পতিবার সন্ধায় আমি ও মাই টিভির স্থানীয় প্রতিনিধি বাদল হোসাইন জামির্তা বাজারে একটি দোকানে বসেছিলাম।

এসময় উপজেলার ভাউদী পাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে আয়নাল (৫৫), তার ছেলে সাইফুল ইসলাম (৩৫), ছমির উদ্দিনের ছেলে রফিকুল (৪২), মজর আলীর ছেলে খোকন (৪০), রতন (৩৬), স্বপন (৩২), সোনা মিয়ার ছেলে আবু বক্কার (৪০), জিন্নাত আলীর ছেলে জমির উদ্দীন (৪৫), ফারুক (৩৮), কফিল উদ্দিন (৩০) আমাদের উপর অতর্কিত হামলা করে। তখন সাংবাদিক বাদল হোসাইন প্রাণভয়ে দৌড়ে পালালেও আমাকে ধরে কিল-ঘুষি ও মারধর করে পালিয়ে যায় তারা। পরে আমাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে স্বজনরা। এঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা করবেন বলে জানান তিনি।

এ বিষয়ে অভিযুক্তদের মন্তব্য জানতে তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু অনেক চেষ্টার পরও তাদের মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে,ও এম তৌফিক আজম বলেন, আবু সায়েমের উপর হামলার খবর শুনেছি। কিন্তু এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য: আবু সায়েম গত ২০ বছর ধরে তিন ফসলি জমি থেকে মাটিকাটা বন্ধসহ সমাজের বিভিন্ন অন্যায় ও অসংগতির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি, আন্দোলন-সংগ্রাম ও প্রতিবাদ করে আসছে। তিনি বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথেও জড়িত। এছাড়া আবু সায়েম বংশাই নদীর উপর নির্মিত ভাষা শহীদ রফিক সেতুর টোল মওকুফ আন্দোলনের সম্মুখ সারির একজন সাহসী যোদ্ধা। তার বলিষ্ঠ নেতৃত্বের কারণেই সেতুর টোল বন্ধ হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে