শনিবার, ২৪ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

স্বাধীনতার ৫৪ বছরের এদেশের মানুষ স্বাধীনতার সুফল পায়নি : এস. এ জিন্নাহ কবির

মানিকগঞ্জ প্রতিনিধি
  ২৩ মে ২০২৫, ১৯:১৪
আপডেট  : ২৩ মে ২০২৫, ১৯:৪৪
স্বাধীনতার ৫৪ বছরের এদেশের মানুষ স্বাধীনতার সুফল পায়নি : এস. এ জিন্নাহ কবির
ছবি: যায়যায়দিন

বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জেলা বিএনপির ১ নং সদস্য এস.এ জিন্নাহ কবির বলেছেন, মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ্য শহীদদের রক্ত ২ লক্ষ মা বোনের সম্ভ্রমের এ দেশ স্বাধীন হয়েছে । স্বাধীনতার ৫৪ বছরের এদেশের মানুষ স্বাধীনতার সুফল পায়নি। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে ঘোষিত রাস্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা তুলে ধরে নেতাকর্মীদের তৃণমুলে জনগণের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চাইতে হবে । আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠিী এখনোও ষড়যন্ত্র করছে নেতাকমীদের আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে । আন্দোলনে ডাক দিলে সবাইকে ঐক্যবদ্ধভাবে ঝাপিয়ে পড়তে হবে। সামনে নির্বাচনে বিএনপির জন্য বড় ধরনের যুদ্ধ সেই যুদ্ধে বিজয়ী হতে সবাইকে প্রস্তুত থাকতে হবে।

শুক্রবার (২৩ মে) বিকালে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া বটতলা মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে প্রচারণা সভা ও গণসংযোগে প্রধান অতিথির বক্তব্যে এস.এ জিন্নাহ কবির একথাগুলো বলেছেন।

1

তিনি অরো বলেছেন, বিএনপি নামধারী আওয়ামী এজেন্টরা এখনো ষড়যন্ত্র করছে। গত ১৭ বছর দলের কোন কর্মসূচি ও আন্দোলন সংগ্রামে তাদের দেখা যায়নি। গত ৫ আগস্ট ছাত্র জনতার ও বিএনপির নেতাকর্মীদের আন্দোলনে গণঅভ্যূথানে স্বৈরাচার শেখ হাসিনা পতনের পর সুবিধাবাদীরা আবার কিছু নেতাদের ছত্রছায়ায় বিএনপির নাম ব্যবহার করে অনৈতিক কর্মকান্ড করছে ।

তিনি আরো বলেছেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমান কে ভালবাসতে হলে, তাদের ভালবাসা নিয়ে মানুষের জন্য কাজ করতে হবে। শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদার হাতে গড়া বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট দিলে সরকার গঠনের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান হবে আগামীতে প্রধানমন্ত্রী।

উক্ত প্রচারণা সভায় ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক আব্দুর রশিদ এর সভাপতিত্বে ও শাকিব দেওয়ান সুমনের সঞ্চালনায়

এসময় আরো বক্তব্য রাখেন জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপি'র সহ-সভাপতি মো: লোকমান হোসেন, ঘিওর উপজেলা বিএনপি'র সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, জেলা কৃষকদলের সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ, ঘিওর উপজেলা বিএনপি'র যুগ্ম সম্পাদক মো : জানে আলম , শিবালয় উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, ঘিওর উপজেলা বিএনপি স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক বর্তমান মেম্বার মো : রাজা মিয়া, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আসিফ ইকবাল রনি, ঘিওর উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান, সদস্য সচিব সাইফ সানোয়ার, স্বেচ্ছাসেবক আহ্বায়ক মো: শওকত আলী, সাবেক চেয়ারম্যান শফিউদ্দিন শফি, দৌলতপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস ছালাম,,শিবালয় উপজেলা যুবদলের আহবায়ক মো : হোসেন আলীসহ ইউনিয়নের নেতৃবৃন্দ প্রমূখ ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে