শনিবার, ২৪ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

নড়াগাতীতে গাঁজাসহ গ্রেপ্তার ১

কালিয়া (নড়াইল) প্রতিনিধি
  ২৩ মে ২০২৫, ১৯:২১
নড়াগাতীতে গাঁজাসহ গ্রেপ্তার ১
ছবি: যায়যায়দিন

নড়াইলের নড়াগাতীতে গাঁজাসহ মো. জিল্লাল মোল্যা (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নড়াগাতী থানা পুলিশ। শুক্রবার (২৩ মে) ভোররাতে থানার পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা গ্রামের পাখিমারা মাদ্রাসার মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত মো. জিল্লাল মোল্যা নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা গ্রামের মৃত সামছুল হক মোল্যার ছেলে।

1

নড়াগাতী থানা পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার ভোররাতে গোপন সংবাদ পেয়ে নড়াগাতী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রাজীব পাল রাজু, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ইকবাল হোসেন ও মো. নূর ইসলাম সঙ্গীয় ফোর্সসহ থানার পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা গ্রামে অভিযান চালায়। পরে পাখিমারা মাদ্রাসার মোড় এলাকা থেকে জিল্লাল মোল্যাকে ৪ কেজি গাঁজাসহ আটক করে।

এ বিষয়ে নড়াগাতী থানা পুলিশের (ওসি) মো. আশিকুর রহমান বলেন, ওই ব্যক্তির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে