কক্সবাজারের চকরিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে ফের প্রতিপক্ষের ছুরিকাঘাতে মনির আহমদ (৩৫) নামে এক মাছ ব্যবসায়ী খুন করা হয়েছে।
বৃহস্পতিবার রাত ১২টার দিকে চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বাজার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মনির আহমদ ওই এলাকার আবু সিদ্দিক এর ছেলে ও মাছ ব্যবসায়ী।
জানা যায়, নিহত মনির আহমদের বাড়ির সামনে তার মামাতো ভাই আরিফ ও মারুফদের বাড়ি। সম্প্রতি মনির আহমদ আরিফের ছোট ভাইকে তুচ্ছ বিষয় নিয়ে মারধর করে। এর জের ধরে বৃহস্পতিবার রাতে মাছ বিক্রি শেষে বাড়ি ফেরার পর উঠানে পৌঁছামাত্র আরিফের ভাই ও পরিবারের ৭-৮ জন মিলে মারধর করে মনিরকে। এক পর্যায়ে মনির আহমদের বুকে ছুরিকাঘাত করে। এসময় সে গুরুতর আহত হলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল নেয়ার পথে মারা যায় মনির।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযানে চলমান রয়েছে। পরিবারের পক্ষ থেকে কেউ লিখিত এজাহার দিলে তদন্তসাপেক্ষে মামলা রুজু করা হবে।
এদিকে গত মঙ্গলবার সকালে চকরিয়ার কৈয়ারবিল হাসিমারকাটা এলাকায় বাজার করে বাড়ি ফেরার পথে দুই ভাইকে ছুরিকাঘাতে করে প্রতিপক্ষের সুজন নামে এক ব্যক্তি। এতে ঘটনাস্থলে মারা যায় মো. আরিফ হোসেন (৩৫) নামে এক যুবক। আহত চাচাতো ভাই খাইরুদ্দিন এখনো চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।