শনিবার, ২৪ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

মহিষ চুরির অপবাদে নির্যাতনের ৬ দিন পরে মৃত্যুর অভিযোগ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  ২৩ মে ২০২৫, ১৯:৩৮
মহিষ চুরির অপবাদে নির্যাতনের ৬ দিন পরে মৃত্যুর অভিযোগ
ছবি: যায়যায়দিন

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের খাস পাড়া গ্রামে মো. আনোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে মহিষ চুরির অপবাদ তুলে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনার ৬ দিন পর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে মারা যান তিনি। এর আগে গত শনিবার তাকে একই গ্রামের মোঃ কাজল নামের এক ব্যক্তি ও তার স্বজনেরা মারধর করেন বলে অভিযোগ উঠেছে। আনোয়ার হোসেন কিছুটা মানসিক বিকারগ্রস্ত ছিলেন।

1

নিহত আনোয়ার হোসেনের ছেলে মো. রিয়াদ হোসেন বলেন, মো. কাজল তার বাবার কাছ থেকে ৬০ হাজার টাকা নিয়েছিলেন। বারবার টাকা ফেরত চাইলেও তিনি তা দিচ্ছিলেন না। মাসখানেক আগে কাজলের কাছে তার বাবা টাকা চাইতে গেলে দুজনের মধ্যে বাকবিতন্ডা হয়। তখন শ্রীপুর থানায় মোঃ কাজলের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন তার বাবা। সে সময় টাকা ফেরত দেওয়ার শর্তে বিষয়টি মিমাংসা হয়। কিন্তু শর্ত অনুযায়ী টাকা ফেরত না দেওয়ায় তার বাবা গত শনিবার কাজলের মহিষ নিয়ে চলে যেতে থাকেন। রাস্তা থেকে তার বাবাকে ধরে এনে কাজল ও তার লোকজন মারপিট করেন। এ সময়ে গাছে বেঁধে তার উপর নির্যাতন চালানো হয়। রিয়াদ হোসেন অভিযোগ করে বলেন , তার বাবার বুকের উপর উঠে অমানুষিক নির্যাতন চালানোর ফলে তিনি অসুস্থ হয়ে গিয়েছিলেন। এরপর তাকে ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে গত বৃহস্পতিবার রাত আটটায় তার বাবার মৃত্যু হয়।

এসব অভিযোগ প্রসঙ্গে মোঃ কাজল বলেন, আনোয়ার হোসেন মানসিক সমস্যায় ভুগছিলেন। তাই তাকে কোনো মারধর করা হয়নি। প্রেসারের সমস্যার কারণে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আনোয়ার হোসেন অসুস্থ ছিলেন। এরপর তার মৃত্যু হয়েছে বলে তিনি শুনেছেন।

এ প্রসঙ্গে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, 'আমরা সেখানে পুলিশ পাঠিয়েছিলাম। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্টের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে