শনিবার, ২৪ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

মনোহরদীতে ফ্রি চিকিৎসাসেবা পেলো সহস্রাধিক রোগী

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
  ২৩ মে ২০২৫, ২০:০৭
আপডেট  : ২৩ মে ২০২৫, ২১:৫৬
মনোহরদীতে ফ্রি চিকিৎসাসেবা পেলো সহস্রাধিক রোগী
ছবি: যায়যায়দিন

নরসিংদী জেলার মনোহরদী উপজেলায় প্রত্যন্ত অঞ্চলের সহস্রাধিক, দুস্থ, অসহায়, নারী পুরুষ ও শিশু রোগীকে ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হইয়াছে।

(স্বেচ্ছাসেবী সংগঠন, ওয়ান লাইট ফাউন্ডেশন-এর উদ্যোগে শুক্রবার (২৩ মে) সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলার নিউ, কমফোর্ট হাসপাতাল প্রা. লি. মনোহরদী নরসিংদী, হলরুমে চিকিৎসা সেবা কার্যক্রম আয়োজন করা হয়।

1

মেডিসিন, অর্থোপেডিক্স ও চক্ষু রোগ বিশেষজ্ঞ, ঢাকা ও নরসিংদীর, ১০ জন চিকিৎসক ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন। উক্ত ক্যাম্পেইনটি আয়োজন করেন।

নিউ কমফোর্ট হাসপাতাল ও রাজীব হাসপাতাল প্রা. লি.-এর সন্মানিত প্রতিষ্ঠাতা বাবু রাজীব রায় বলেন, গ্রামীণ দুস্থ ও অসহায় জনগণকে, বিনামূল্যে উন্নত চিকিৎসার পরামর্শ এবং চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে, এই ক্যাম্পের আয়োজন করা হয়, দিনব্যাপী ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন, ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসক সর্বমোট ১ হাজার রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

স্বেচ্ছাসেবী সংগঠন অনলাইন ফাউন্ডেশন, এর নেতৃত্বে ছিলেন আবদুল্লাহ আল কাসেম (এম,এস,সি, ইন্জিনিয়ার,ই,ই,ই,ঢাকা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি) । আবদুল্লা আল, মাহমুদ, আবদুল্লা আল ফারুক, ক্যাম্পে বিনামূল্যে ডায়াবেটিস, ইসিজি, পরীক্ষা করা হয়। ল্যাব সাপোর্ট ছিল, অকুপেশনাল, সেফটি এন্ড হিউম্যান , ফেক্টর্স ইঞ্জিনিয়ারিং সোসাইটি, (ও,এস,এইচ ই,এফ ই এস,) মিডিয়া পার্টনার ছিল দৈনিক যায়যায়দিন, দৈনিক কালবেলা,ও এশিয়ান টিভি মনোহরদী নরসিংদী প্রতিনিধি। উক্ত প্রতিষ্ঠানের কর্ণধার প্রতিষ্ঠাতা নূর সারা কাদের বলেন, ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্পে আমাদের লক্ষ্য শুধু চিকিৎসা সেবা দেওয়া নয়, বরং সুস্থ সচেতনতা বাড়ানো, সুস্থ জীবনযাত্রার বিষয়ে মানুষকে আরও আগ্রহী করে তোলা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে