শনিবার, ২৪ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

কেন্দুয়ায় ফুলের ভালোবাসায় সিক্ত ড. রফিকুল ইসলাম 

কেন্দুয়া প্রতিনিধি
  ২৩ মে ২০২৫, ২০:১০
কেন্দুয়ায় ফুলের ভালোবাসায় সিক্ত ড. রফিকুল ইসলাম 
ছবি: যায়যায়দিন

নেত্রকোনা জেলার কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হলো এক সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময়ের অনুষ্ঠান। এতে অংশগ্রহণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলা শাখার নবনির্বাচিত সভাপতি মো. মাছুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ নেতৃবৃন্দ।

প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী। তিনি নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান এবং দলীয় সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

1

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজনু, কেন্দুয়া পৌর বিএনপির সভাপতি খোকন ডিলার, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দিন আহমেদ খোকনসহ স্থানীয় ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তব্যে বক্তারা বলেন, বিএনপির সামনে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী দিনগুলোতে দলের আদর্শকে জনগণের মাঝে ছড়িয়ে দিতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে কেন্দুয়া ও আটপাড়া উপজেলার বিপুলসংখ্যক বিএনপি নেতাকর্মী উপস্থিত ছিলেন, যা স্থানীয় পর্যায়ে দলের জনপ্রিয়তা ও ঐক্যের প্রতিফলন ঘটায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে