শনিবার, ২৪ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

চৌদ্দগ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্পে তিন শতাধিক রোগীর চিকিৎসা

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
  ২৩ মে ২০২৫, ২০:১৫
চৌদ্দগ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্পে তিন শতাধিক রোগীর চিকিৎসা
ছবি: যায়যায়দিন

কুমিল্লার চৌদ্দগ্রামে সোনালী সমাজ সেবা ফাউন্ডেশনের উদ্যোগে ও সেবা ডায়াগনষ্টিক সেন্টারের সার্বিক সহযোগিতায় বাসন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে তিনশত জনের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ও দুই শতাধিক রোগীর চিকিৎসা দেয়া হয়েছে।

শুক্রবার সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও মোঃ জামাল হোসেন ও এসিল্যান্ড জাকিয়া সরওয়ার লিমা। এরআগে সামাজিক কাজকে উৎসাহ দিতে স্বেচ্ছাসেবীদের মাধ্যমে ইউএনও ও এসিল্যান্ড নিজের রক্তের গ্রুপ জানেন।

1

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সিরহাট ইউপির প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরশাদ উল্যাহ, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ এমদাদ উল্যাহ, সাধারণ সম্পাদক বেলাল হোসাইনসহ সোনালী সমাজ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগী দেন ডাঃ কামরুল হাসান, ডাঃ হাসান আল বান্না, ডাঃ দ্বীন ইসলাম রিয়াদ, ডাঃ তাহমিনা তাবাসসুম। অনুষ্ঠানে সোনালী সমাজ ফাউন্ডেশনের পক্ষ থেকে ইউএনও মোঃ জামাল হোসেন ও এসিল্যান্ড জাকিয়া সরওয়ার লিমাকে সম্মাননা স্মারক প্রদান করে স্বেচ্ছাসেবীবৃন্দ।

অনুষ্ঠানে ইউএনও মোঃ জামাল হোসেন বলেন, এই সামাজিক কার্যক্রম শুধু চিকিৎসাসেবাই নয়, মানবিক মূল্যবোধেরও প্রতীক। বিশেষ করে, বাংলাদেশে যেখানে প্রায় ২০% মানুষ হতদরিদ্র এবং স্বাস্থ্যসেবার সুযোগ থেকে বঞ্চিত, সেখানে এই উদ্যোগ জীবন বদলে দেওয়ার মতো একটি পদক্ষেপ। এই ক্যাম্পের মাধ্যমে অসহায় মানুষদের বিনামূল্যে ব্লাডগ্রুপিং, ডায়বেটিস পরীক্ষা, প্রেশার পরীক্ষা এবং অভিজ্ঞ ডাক্তেরের পরামর্শ প্রদান শুধু শারীরিক সুস্থতাই নিশ্চিত করছে না, সামাজিক সমতা প্রতিষ্ঠারও বার্তা দিচ্ছে। এই ক্যাম্পে অংশগ্রহণকারী চিকিৎসক, স্বেচ্ছাসেবী এবং সংগঠনের সদস্যরা নিরলস পরিশ্রম করেছেন। তাঁদের এই ত্যাগ ও নিষ্ঠা সমাজে ইতিবাচক পরিবর্তনের সূচনা করবে।

অন্যান্য সংগঠনও যেন এই ধারা অনুসরণ করে, সেটিই প্রত্যাশা করি। সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে স্বাস্থ্যসেবার প্রসার ঘটাতে হবে। বর্তমান সরকারের ‘২০% দরিদ্রকে বিনামূল্যে চিকিৎসাসেবা’র নীতির সাথে সামঞ্জস্য রেখে, সোনালী সমাজ সেবা ফাউন্ডেশন-এর মতো সামাজিক সংগঠনগুলো যদি এগিয়ে আসে, তাহলে একটি সুস্থ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব। উপজেলা প্রশাসন এই উদ্যোগের সফলতা কামনা করছে এবং ভবিষ্যতে আরও ব্যাপক আয়োজনে অন্যান্য প্রতিষ্ঠান ও সমাজের উচ্চবিত্ত বা স্বনামধন্য ব্যক্তিবর্গকে এগিয়ে আসার আহবান জানাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে