পাড়া মহল্লা এলাকা থেকে অপরাধ নির্মূল করতে হলে পুলিশের পাশাপাশি এলাকাবাসীকে এগিয়ে আসতে হবে। সবাইকে সচেতন হতে হবে। পুলিশের পক্ষে একা মাদক নির্মূল করা সম্ভব না। একজন মাদকসেবী একটা পরিবারকে ধ্বংস করার জন্য যথেষ্ট। তাই মাদক ব্যবসায়ী সহ সমাজের অপরাধীদের বিষয়ে তথ্য দেওয়ার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান সিদ্ধিরগঞ্জ থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শাহিনুর আলম।
তিনি বলেন, সমাজে চাঁদাবাজি ভূমিদস্যু মাদক ব্যবসায়ী কিশোর গ্যাংসহ কোন অপরাধ সংগঠিত হলে থানা পুলিশ গ্রেপ্তার করবে কোনো ছাড় দেয়া হবে না। পরে থানায় এসে বলবে আমি অমুক ভাইয়ের লোক তমুক ভাইয়ের ফোন তদবির কাজ হবে না। প্রতিটা পাড়া মহল্লায় কিশোর গ্যাংসহ অপরাধীদের তালিকা করা হচ্ছে সেই তালিকা অনুসারে প্রতিটা অপরাধীকে আটক করে আইনের আওতায় আনা হবে।
শুক্রবার (২৩ মে) দুপুরে পূর্ব পাইনাদি সিআইএ খোলা নতুন রাস্তায় নতুন মসজিদের জুম্মা নামাজের আগে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে এসব কথা বলেন সিদ্ধিরগঞ্জ থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শাহিনুর আলম।
ওসি আরো বলেন ,মহল্লায় গলিতে যে সকল কিশোর গ্যাং ছেলেরা আড্ডাবাজি করো তোমরা তা ছেড়ে দাও । এখনো সময় আছে তোমরা ভালো হয়ে যাও । এছাড়া আপনার সন্তান কার সাথে চলাফেরা করে আড্ডা দেয় এ বিষয়ে পরিবারের অভিভাবকদের নজর দেওয়ার জন্য আহ্বান জানান। সমাজে মাদকসহ সকল অপরাধ নির্মূল করতে হলে সকলের সহযোগিতা করতে হবে। এ সময় তিনি সরকারি ফোন নাম্বার সকলকে দেন তথ্য দিয়ে সেবা নেওয়ার জন্য ।
এ সময় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা এসআই ওয়াসিম আকরাম, সিআই খোলা নতুন মসজিদের সহ-সভাপতি হাজী আতাহার আলি ,সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক হাজী খুরশেদ আলম, জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য মুসল্লিগণ। জুম্মার নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণের জন্য দোয়া করেন নতুন মসজিদের ইমাম হাফেজ মাওলানা আব্দুল মতিন ।