শনিবার, ২৪ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

পাইকগাছায় কৃষক দলের বিক্ষোভ মিছিল

পাইকগাছা (খুলনা)  প্রতিনিধি
  ২৩ মে ২০২৫, ২১:১৯
পাইকগাছায় কৃষক দলের বিক্ষোভ মিছিল
ছবি: যায়যায়দিন

খুলনার পাইকগাছা উপজেলা কৃষক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভা কৃষক দলের সভাপতি তরিকুল ইসলাম কে গুলি করে হত্যা করার প্রতিবাদে উপজেলা কৃষক দলের উদ্যোগে এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।

শুক্রবার বিকালে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আদালত সংলগ্ন এলাকায় উপজেলা কৃষক দলের সভাপতি মেছের আলী সানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কাশেম এর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি নেতা ও আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জিএম আব্দুস সাত্তার। বক্তব্য রাখেন কৃষক দল নেতা সেকেন্দার আলী, ফরহাদ হোসেন, সোহরাব হোসেন, জাফর মল্লিক, আব্দুর রহিম, আব্দুস সামাদ, সাদ্দাম হোসেন, আমানউল্লাহ, হাবিবুর রহমান, আরিফুল ইসলাম, মোক্তার হোসেন, আনিসুর রহমান, ইব্রাহিম, শামীম হোসেন, আহম্মদ আলী, আবুল হোসেন ও জসিম উদ্দিন সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

1

সমাবেশে বক্তারা অবিলম্বে তরিকুল ইসলামের খুনিদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে