ময়মনসিংহের তারাকান্দার মাঝিয়ালি বাজারে মাত্র একটি ছেঁড়া দশ টাকার নোটকে কেন্দ্র করে ঘটেছে মর্মান্তিক হত্যাকাণ্ড। গত বছরের ২৩ এপ্রিল রাতে বাজারের একটি দোকানে সিগারেট কেনার সময় ছেঁড়া নোট গ্রহণে অস্বীকৃতি জানানোয় দোকান মালিক সাদেকুর রহমান মণ্ডল (৫০) ও তার ছেলে ইকবাল হোসেন (২২) ছুরিকাঘাতের শিকার হন। ঘটনাস্থলেই নিহত হন ইকবাল। গুরুতর আহত অবস্থায় সাদেকুর রহমানকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, পরে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।
ঘটনার পরদিন, ২৪ এপ্রিল নিহত ইকবালের বড় ভাই দেলোয়ার হোসেন মণ্ডল বাদী হয়ে তারাকান্দা থানায় ১১ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
মঙ্গলবার (২৭ মে) দুপুর ১২টায় তারাকান্দা থানা চত্বরে ময়মনসিংহ-হালুয়াঘাট মহাসড়কে তদন্তে বিলম্ব এবং বিচার প্রক্রিয়ায় ধীরগতির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করে এলাকাবাসী। বিক্ষুব্ধ জনতা মামলার দ্রুত চার্জশিট প্রদানের দাবিতে কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করেন। পরে পুলিশ প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়।
এ বিষয়ে নিহত ইকবালের পিতা সাদেকুর রহমান মন্ডল বলেন, অতি দ্রুত চার্জশিট প্রদান করে আমার ছেলের হত্যাকারীদের ফাঁসি কার্যকর করতে হবে ।
মামলার বাদি ইকবালের বড় ভাই দেলোয়ার হোসেন মন্ডল জানান, আমার ভাইকে প্রকাশ্যে দিবালোকে ওরা হত্যা করেছে। হত্যাকারীরা এখনো আমাদেরকে হুমকি দিচ্ছে। দ্রুত চার্জশিট প্রদান করি এদেরকে আইনের আওতায় আনতে হবে।
এ বিষয়ে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) টিপু সুলতান জানান, আমরা ইতিমধ্যেই মেডিকেল রিপোর্ট হাতে পেয়েছি। তদন্ত কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে। আগামী মাসেই মামলার চার্জশিট প্রদান করা হবে।
এলাকাবাসীর দাবি, এই নির্মম হত্যাকাণ্ডের বিচার যেন দৃষ্টান্তমূলক হয় এবং আইনশৃঙ্খলা বাহিনী যেন যথাসময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে, যাতে ভবিষ্যতে এমন না হয় ।