কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ১১ ইউনিয়নে ৩৫.৩৫০ মেট্রিক টন বিশেষ ভিজিএফ চাউল ৩৫ হাজার ৩ শত ৫০ জন কার্ডধারীকে প্রতি জনকে ১০ কেজি করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে বিতরণ করা হয়েছে।
এর মধ্যে দিঘীরপাড়, দিলালপুর, হিলচিয়া, কৈলাগ ইউনিয়নে ২৭ মে থেকে বিতরণ কার্যক্রম চলছে এবং তিন দিন এ কার্যক্রম চলবে বলে বাজিতপুর উপজেলা পিআইও রেজাউল হক সংবাদকর্মীদের নিশ্চিত করেন। এর মধ্যে ১১নং কৈলাগ ইউনিয়নের চেয়ারম্যান কায়সার-এ হাবিব এর উপস্থিতিতে ২৮৮৯ জন কার্ডধারীকে চাউল বিতরণ করেন।
এছাড়া হিলচিয়া ইউনিয়নের চেয়ারম্যান নাহিদ এর উপস্থিতিতে ৪৬৪১ জন ও দিলালপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সজল এর উপস্থিতিতে ২৬০০ জন কার্ডধারীকে সুশৃঙ্খল পরিবেশে হত দরিদ্র লোকজনের মধ্যে চাউল বিতরণ করা হয়েছে। জানা যায়, খাদ্য গুদাম থেকে ৫০ কেজি ওজনের প্রতি বস্তা চাউল পাওয়ার কথা থাকলেও কোনোটির মধ্যে ৪৯ কেজি, ৪৮ কেজি চাউল রয়েছে বলে মন্তব্য করেন। তবে প্রতি ইউনিয়নেই সাড়ে নয় কেজি থেকে নয় কেজি আটশত গ্রাম পর্যন্ত বিতরণ করছেন।
বাজিতপুর উপজেলা পিআইও রেজাউল হক এ প্রতিবেদককে বলেন, তিন দিনের মধ্যে ঈদ-উল-আযহা উপলক্ষ্যে সরকারের দেওয়া হত দরিদ্রের মাঝে চাউল বিতরণ করার প্রক্রিয়াটি শেষ করতে হবে বলে উল্লেখ করেন।