শনিবার, ২৮ জুন ২০২৫, ১৪ আষাঢ় ১৪৩২

বাকেরগঞ্জে অপরাধ বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

বাকেরগঞ্জ ( বরিশাল) প্রতিনিধি
  ২৮ জুন ২০২৫, ১৬:৩৬
বাকেরগঞ্জে অপরাধ বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন
যায়যায়দিন

বরিশাল বাকেরগঞ্জে খুন, চুরি, ডাকাতি, ও মাদকের ভয়াবহতা সহ অপরাধ বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে বাকেরগঞ্জ সচেতন নাগরিক সমাজ নামের একটি সংগঠন। প্রায় পাঁচ শতাধিক মানুষের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শনিবার (২৮ জুন) সকাল দশটায় উপজেলার বাকেরগঞ্জ সরকারি কলেজ সংলগ্ন বরিশাল কুয়াকাটা মহাসড়কে বাসস্ট্যান্ডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সচেতন নাগরিক সমাজের আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক, মানবধিকার কর্মী মোঃ রেজাউল করিম রেজা, বক্তব্য রাখেন বাকেরগঞ্জ উপজেলা গন অধিকার পরিষদের সভাপতি সজল মাহমুদ, মানবাধিকার কর্মী মোঃ বশির উদ্দিন। মোঃ আল আমিন, সাংবাদিক ও মানবাধিকার কর্মী হৃদয় সিকদার ও আবুল কালাম আজাদ, বক্তব্য রাখেন বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্য, সচেতন নাগরিক সমাজের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

সচেতন নাগরিক সমাজের মানববন্ধনে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক রেজাউল করিম রেজা প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন আগামী এক মাসের মধ্যে বাকেরগঞ্জ উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে ও খুন, চুরি , ডাকাতি,

ও মাদকের ভয়াবহতা থেকে সাধারণ মানুষ কে মুক্ত না করতে পারলে সাধারণ মানুষ কে সাথে নিয়ে কঠোর ও কঠিন কর্মসূচি দেয়া হবে, সাংবাদিক রেজাউল করিম রেজা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হয়ে অপরাধ দমনে কাজ করতে সকলের প্রতি আহ্বান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে