খাগড়াছড়ির রামগড় উপজেলায় আনন্দ মিছিল করেছে বাংলাদেশ জাতিয়তাবাদী দল বিএনপি ।
রামগড় উপজেলা ও পৌর শাখার নতুন কমিটি অনুমোদন দেওয়ায় জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া ও জেলা নেতৃবৃন্দের প্রতি
বুধবার (২ জুলাই) বিকেলে বিএনপির দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক ঘুরে
দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এসময় সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীরা।সমাবেশে বক্তব্যে রাখেন নবগঠিত কমিটির উপজেলা বিএনপি সভাপতি জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক শেফায়েত উল্ল্যাহ প্রমূখ।
জেলা বিএনপির সহ সভাপতি ও বর্তমান কমিটির সমন্বয়ক হাফেজ আহম্মদ ভূইয়া এতে সভাপতিত্ব করেন।সঞ্চালনায় ছিলেন উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক আব্দুল্লা আল মামুন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন (ফার্মেসী), যুগ্ম সাধারন সম্পাদক মোঃ ইলিয়াছ হোসেন ও সাংগঠনিক সম্পাদক শাহ-আলম বাদশা, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াস, সাংগঠনিক সম্পাদক ২ জামাল উদ্দিন শামীমপ্রমুখ।