বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

মাধবপুরে ৫০ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
  ০৩ জুলাই ২০২৫, ১৩:৩৯
মাধবপুরে ৫০ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩
হবিগঞ্জের মাধবপুরে ৫০ কেজি ভারতীয় গাঁজাসহ আপন দু’ভাইসহ ৩ জনকে গ্রেফতার-যাযাদি

হবিগঞ্জের মাধবপুর উপজেলা সদরের পশ্চিম মাধবপুর পুরাতন পল্লী বিদ্যুৎ অফিসে ভাঙ্গারী দোকানে অভিযান চালিয়ে ৫০ কেজি ভারতীয় গাঁজাসহ আপন দু’ভাইসহ ৩ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ সহিদ-উল্লাহ’র নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল ওই এলাকারয় অভিযান চালিয়ে ভাঙ্গারী দোকানে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী উপজেলার আন্দিউড়া ইউনিয়নের জোয়াল ভাঙ্গা গ্রামের মৃত গিয়াসউদ্দিনের ছেলে বোরহানউদ্দিন (২৭) তার ভাই বাহাউদ্দিন (২৫) ও ব্রাহ্মনবাড়ীয়া জেলার সরাইল উপজেলার রসুলপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে মোঃ মোস্তফা (৩০)কে আটক করে।

এ সময় গাঁজা পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একটি পিকআপ ভ্যান জব্দ করেন। খবর পেয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা জাহিদ বিন কাশেম ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে