শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

চন্দনাইশে বেপরোয়া মাইক্রোর ধাক্কায় প্রাণ গেল পথচারীর

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
  ০৩ জুলাই ২০২৫, ১৯:৩১
চন্দনাইশে বেপরোয়া মাইক্রোর ধাক্কায় প্রাণ গেল পথচারীর
ছবি: প্রতিকী

চট্টগ্রামের চন্দনাইশে হাইচের ধাক্কায় নিখিল পাল (৪৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের বাইন্যাপুকুর এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিখিল পাল উপজেলার হাশিমপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডস্থ পালপাড়া গ্রামের বিপদ ভঞ্জন পালের ছেলে।

নিহতের ভাগিনা সেবক পাল বলেন, একটি সনদ আনতে বৃহস্পতিবার দুপুরে হাশিমপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যান নিখিল। সেখান থেকে ফেরার পথে মহাসড়ক পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী বেপরোয়া গতির একটি হাইচ তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। হাইচের ধাক্কায় রাস্তার পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় তার। নিহত নিখিলের ১ ছেলে ও ১ মেয়ে সন্তান রয়েছে ।

দোহাজারী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আবদুল্লাহ শাহরিয়ার মিশু বলেন, একজন দূর্ঘটনায় আহত ব‍্যক্তিকে দুপুরে মেডিকেলে এনেছিল শুনেছি কিন্তু তারা মারা গেছে সন্দেহে ভর্তি না করে মেডিকেলের বাইরে থেকে নিয়ে গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে