বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

দৌলতপুরে ভিজিএফের কার্ড নিয়ে দ্বন্দ্ব: বিএনপি কর্মী খুন, গ্রেফতার ১

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
  ০৩ জুলাই ২০২৫, ১৪:০০
দৌলতপুরে ভিজিএফের কার্ড নিয়ে দ্বন্দ্ব: বিএনপি কর্মী খুন, গ্রেফতার ১
দৌলতপুর থানা-যাযাদি

কুষ্টিয়ার দৌলতপুরে ভিজিএফের কার্ড নিয়ে দ্বন্দ্বের জের ধরে ছুরিকাঘাতে আব্দুল আজিজ নামে এক বিএনপিকর্মী নিহত হয়েছে।

নিহত আব্দুল আজিজ (৩৫) দৌলতপুর উপজেলার মথুরাপুর বাজারের মিয়াপাড়া এলাকার খেলাফত মন্ডলের ছেলে। এবং মথুরাপুর ইউপি বিএনপি‘র সক্রিয় কর্মী।

বুধবার (২ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার মথুরাপুর স্কুল বাজারে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।

এঘটনার পর র‌্যাব ১২কুষ্টিয়া ক্যাম্প অভিযান চালিয়ে মাহাবুল মাষ্টার (৫২) নামে এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে।

জানাযায়, এলাকার অসহায় দরিদ্রদের জন্য ভিজিএফের (সরকারী সহায়তা) কার্ডের আবেদন করা নিয়ে আব্দুল আজিজের সাথে কলেজপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে পলাশের সাথে বাকবিতন্ডা হয়।

এক পর্যায়ে পলাশ আজিজ কে উপুর্যপুরী ছুরিকাঘাত করে। পরে তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আজিজ বিএনপি নেতা ফরজ উল্লাহ‘র অনুসারী। এবং পলাশ বিএনপি নেতা মাহাবুল মাষ্টারের অনুসারী এবং সম্পর্কে ভাতিজা।

মথুরাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সুরাত আলী সেন্টু জানান, মাহাবুল মাস্টার আমাদের রাজনৈতিক দলের সক্রিয় সদস্য এবং সাম্প্রতিক বিএনপি‘র ইউনয়ন কমিটি নির্বাচনে সেক্রেটারী পদে অংশ নিয়ে ফেল করেছেন। আপাতত তিনি কমিটির কোনো পদে নেই।

এ ব্যাপারে বিএনপি‘র নেতা ফরজউল্লাহ জানান, রাত ১০টার দিকে মথুরাপুর স্কুল বাজারে আজিজকে ছুরিকাঘাত করে হত্যা করেছে পলাশ ও তার সহরেযাগীরা। ভিজিএফের কার্ড করা নিয়ে দ্বন্দ্বের এই হত্যাকান্ড ঘটেছে বলে তিনি স্বীকার করেছেন।

এ বিষয়ে দৌলতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব শহীদ সরকার মঙ্গল জানান, আমি শুনেছি ভিজিএফের কার্ড নিয়ে দ-ুপক্ষের দ্বদ্বে একজন নিহত হয়েছে। ৫ জুলাই আমাদের উপজেলা সম্মেলন নিয়ে ব্যস্ত থাকায় এখনো বিস্তারিত জানতে পারিনি।

বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার ওসি মো. নাজমুল হুদা জানান, ভিজিএফের কার্ড নিয়ে দু-পক্ষের দ্বদ্ব হয়। এর জের ধরে প্রতিপক্ষের হামলায় আব্দুল আজিজ নিহত হয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

র‌্যাবের সহায়তায় মাহাবুল মাষ্টার নামে একজনকে গ্রেফতার করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে