শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

কুলাউড়ায় স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যু

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
  ০৩ জুলাই ২০২৫, ১৯:৩৩
কুলাউড়ায় স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যু
প্রতীকী ছবি

মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরের উছলাপাড়া এলাকায় এক স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩ জুলাই) গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিক্ষার্থী সুরাইয়া ইসাছমিন রুহি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

জানা গেছে, সুরাইয়ার গ্রামের বাড়ি সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার আশিঘর, গিলাছড়া গ্রামে। তার বাবার নাম শেখ রুমান আলী। তবে দীর্ঘদিন ধরে সে কুলাউড়ার উছলাপাড়ায় তার খালার বাড়িতে থেকে পড়াশোনা করছিল। ছোটবেলা থেকেই খালার আশ্রয়ে বেড়ে উঠা সুরাইয়া পড়াশোনায় মনোযোগী এবং স্বাভাবিক জীবন যাপন করছিল।

ঘটনার দিন সকালে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখা যায়। পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দিলে কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার নিহত রুহির পরিবারের বরাত দিয়ে জানান, রাতে খাওয়ার পর রুহি স্বাভাবিকভাবেই ঘুমাতে যায়। সকালে খালা ডাকতে গেলে ঘরের ভেতর তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও, মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে