সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

১১ বছর আগের লুটপাট-ভাঙচুরের ঘটনায় জামায়াত নেতার মামলা

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
  ০৬ জুলাই ২০২৫, ১৭:১০
১১ বছর আগের লুটপাট-ভাঙচুরের ঘটনায় জামায়াত নেতার মামলা
যায়যায়দিন

দিনাজপুরের খানসামা উপজেলায় ১১ বছর আগে চাঁদাবাজি, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মামলা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন সাবেক নেতা।

এই মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও আলোকঝাড়ী ইউপির সাবেক চেয়ারম্যান মোকছেদুল গণি রাব্বু শাহ, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রাকেশ গুহসহ ২১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া আরও ৪০-৫০ জন অজ্ঞাতনামাকেও এজাহারে আসামি করা হয়েছে।

মামলার বাদী ফারুক ইসলাম উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি, উপজেলা জামায়াতের সাবেক সহকারী সেক্রেটারি, আলোকঝাড়ী ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি এবং উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্তমান সহকারী সেক্রেটারি। তিনি শুক্রবার (৪ জুলাই) রাতে খানসামা থানায় লিখিত এজাহার দাখিল করেন।

এজাহার সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৫ জানুয়ারি রাতে থানার তৎকালীন কর্মকর্তাদের উপস্থিতিতে আসামিরা বাদীর বাড়িতে হামলা চালিয়ে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও আসবাবপত্রসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল লুট করে।

চাঁদার ১ লাখ টাকা না দেওয়ায় তাকে সাদা কাগজে স্বাক্ষর করানো হয়, লাঠিপেটা করা হয় এবং একাধিক মিথ্যা মামলায় হয়রানি করা হয়। বাদীর অভিযোগ, তাকে থানায় এনে আওয়ামী লীগ নেতা মোকছেদার রহমান বেধড়ক মারধর করেন।

এছাড়া, উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী মাইজার রহমান, জিকরুল হক, রায়হান, আব্দুল্লাহ আল কাফি, মাওলানা আনিছুর রহমান ও মজিবর রহমানের বাড়ি থেকেও প্রায় ৩০ লাখ টাকার মালামাল লুট করার অভিযোগ এজাহারে উল্লেখ রয়েছে। পরবর্তীতে মিথ্যা মামলায় হয়রানি ও প্রাণনাশের হুমকির কথাও বলা হয়েছে।

মামলার বাদী ফারুক ইসলাম জানান, স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সময়ে যেকোন অন্যায়ের বিচার চাওয়াটা অসম্ভব ছিল। এখন পরিবেশ অনুকূলে আসায় বিচার চেয়ে মামলা করেছি। আশা করছি, ন্যায়বিচার পাব।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক বলেন, বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে বলে তিনি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে