টালিউডে ফেডারেশন ও পরিচালকদের দ্বন্দ্বের জেরে একাধিক পরিচালক, প্রযোজক ও অভিনেতা কাজ হারাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
পরিস্থিতির পরিপ্রেক্ষিতে অন্তত ১৩ জন পরিচালক হাইকোর্টে গিয়েছেন নিজেদের পেশাগত অধিকার রক্ষায়। এই ঘটনার প্রেক্ষিতে ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী ও পরিচালক শ্রীলেখা মিত্র।
ভারতীয় সংবাদমাধ্যমকে শ্রীলেখা বলেন, ‘আমি তো বছরের পর বছর কাজ পাই না। কই, তা নিয়ে তো কারও কোনো মাথাব্যথা নেই।’
তিনি জানান, টালিউডে দীর্ঘদিন ধরেই কাজের সংকটে রয়েছেন। এমন বাস্তবতায় বাংলায় থাকার আগ্রহও হারিয়ে ফেলেছেন। অন্যদিকে, মুম্বাইয়ে থাকা অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় সেখানেও স্থায়ীভাবে থিতু হতে পারছেন না বলে জানান শ্রীলেখা।
সম্প্রতি মুক্তি পাওয়া তাঁর অভিনীত ছবি ‘মায়ানগর’ প্রসঙ্গে শ্রীলেখা বলেন, ‘ছবিটি দর্শকদের প্রশংসা পেলেও প্রচারের অভাব ও হল পাওয়ার সমস্যায় বাণিজ্যিক সাফল্য পায়নি। আমার হয়ে কে কথা বলবে? এখানে তো কারও কোনো দায় নেই।’
শ্রীলেখার দাবি, টালিউডে তাকে ঘিরে আপত্তির সূচনা নতুন নয়। প্রয়াত সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সময় তিনি বাংলার বিনোদন অঙ্গনে ‘স্বজনপোষণ’-এর কিছু উদাহরণ তুলে ধরেছিলেন। কিছু প্রভাবশালী ব্যক্তির নামও প্রকাশ্যে আনেন। এরপর থেকেই তার বিরুদ্ধে একরকম ‘নিষেধাজ্ঞা’ শুরু হয় বলে অভিযোগ শ্রীলেখার।
তিনি বলেন, ‘সরকারবিরোধী কথা বলায় আমার হাতে আসা বিজ্ঞাপনের কাজ কেড়ে নেওয়া হয়। ছবি পরিচালনা করতে চাইলেও পাচ্ছি না প্রযোজক। অথচ মুম্বাইয়ে গিয়েই সুধীর মিশ্রের পরিচালনায় কাজ করার সুযোগ পেয়েছি। বলিউড অন্তত সম্মানটা দিতে পেরেছে।’
নিজেকে বদলে নেওয়ার প্রশ্নে শ্রীলেখা সাফ জানিয়ে দেন, ‘আমি যেমন আছি, তেমনই থাকব। অন্যায়ের সঙ্গে আপস করব না। এভাবেই একদিন না একদিন ফিরব আমি।’ সূত্র: আনন্দবাজার পত্রিকা