বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশ নায়েক তারেক রহমানের উত্থাপিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও রাজনৈতিক কর্ম পরিকল্পনা’ নিয়ে নেত্রকোণার পূর্বধলায় এক বিশাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ জুলাই) পূর্বধলা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে সাবেক সংসদ সদস্য ডা. মোহাম্মদ আলীর বাস ভবনে এ মতবিনিময় সভা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও রাবেয়া আলী মহিলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, অধ্যক্ষ রাবেয়া আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক ৩ বারের সংসদ সদস্য ডা. মোহাম্মদ আলীর জ্যৈষ্ঠ পুত্র, পূর্বধলা উপজেলা বিএনপির সদস্য, ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম (রানা)।
সভায় সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. মুজিবর রহমান মানিক। উপজেলা যুবদলের আহŸায়ক মো. এনামুল হক হলুদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান তালুকদার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ারুল ইসলাম আনার, সাবেক চেয়ারম্যান রইছ উদ্দিন মন্ডল, বিএনপি নেতা মো: নজরুল ইসলাম মেম্বার, হাবিবুর রহমান তোতা মিয়া প্রমুখ।
সভায় বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন স্টেশন মসজিদের ঈমাম মাও: ইসলাম উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. মুজিবর রহমান মানিক। এর আগে মতবিনিময় সভায় যোগদিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা দলে দলে যোগদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ রাবেয়া আলী বলেন, আগামীতে বিএনপিকে আরো শক্তিশালী করতে, দলের মধ্যে সকল দ্বিধা বিভক্ত কাটিয়ে, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার লক্ষেই এ মতবিনিময় সভার আয়োজন। আশা করি আগামীতে নেতা কর্মীরা দলের সাংগঠনিক কাঠামো আরও মজবুত করতে সকল ভেদাবেদ ভুলে ব্যপকভাবে কাজ করে যাবে।