নড়াইলের লোহাগড়ায় আন্তঃজেলা ডাকাত দলের প্রধান তুষার শেখকে এবার স্ত্রীসহ গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ডাকাত তুষারের দেওয়া তথ্য মোতাবেক অভিযান চালিয়ে কিছু স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।
রবিবার (৬ জুলাই) রাতে লোহাগড়া থানা ভবনের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলাম।
গ্রেফতারকৃত আন্ত:জেলা ডাকাত দলের প্রধান তুষার শেখ (৩১) লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের নোয়াগ্রামের ওয়াদুদ শেখের ছেলে।
সংবাদ সম্মেলনে জানানো হয় , গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার (৫ জুলাই) রাত ২টার দিকে লোহাগড়া থানার এসআই আজিজুর রহমানের নেতৃত্বে এএসআই রুহল আমিনসহ একদল পুলিশ অভিযান চালিয়ে ঢাকা বিমানবন্দর থানা এলাকা থেকে রাব-৪ এর সহযোগিতায় তুষারকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
পরে তুষারের দেওয়া তথ্য মোতাবেক নোয়াগ্রামের তা নিজ বাড়ি থেকে তার দ্বিতীয় স্ত্রী রোকেয়া বেগম ওরফে জান্নাতকে (২৬) আটক করে। এসময় তার হেফাজত থেকে ১টি স্বর্ণের চেইন, ২টি কানের দুল উদ্ধার করে হয়।
এ ব্যাপারে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মো. শরিফুল ইসলাম বলেন, আন্ত:জেলা ডাকাত দলের প্রধান তুষার শেখের নামে লোহাগড়া থানায় চুরি ও ডাকাতির ৭টি মামলা রয়েছে। তুষারের নেতৃত্বে ঢাকা, খুলনা, চট্টগ্রাম, গোপালগঞ্জ, যশোর, বাগেরহাটসহ বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ ডাকাত দল রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।