মানিকগঞ্জ-৩ (সদর- সাটুরিয়া ) সংসদীয় আসনে মনোনয়নপ্রত্যাশী জেলা বিএনপির সাবেক সহসভাপতি আতাউর রহমান আতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনগণের সমর্থন আদায়ের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন।
শনিবার (৫ জুলাই) সকাল থেকে বিকেল পযর্ন্ত সদর উপজেলাধীন বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন স্থানে তৃণমূল জনগণের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন তিনি।
এ সময় তিনি বলেন, মানবিক রাষ্ট্র গঠনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এগিয়ে যাচ্ছে । তৃণমূল জনগণের প্রত্যাশাপূরনে বিএনপি সবসময়ই কাজ করে আসছে। এ ধারাবাহিকতা বজায় রাখতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি আরও বলেন, ‘জাতির দুর্দিনে বেগম খালেদা জিয়া বিএনপি নেতাকর্মীকে ফেলে রেখে পালিয়ে যাননি। নেত্রী নিশ্চিত মৃত্যু ভেবেও আমাদের পাশে ছিলেন। আমরাও যারা বিএনপির দূরদিনে স্বৈরাচার শেখ হাসিনার হামলা মামলার শিকার হইয়ে দলের জন্য কাজ করেছি । আশা করি দলের পরিক্ষিত নেতাকর্মীদের দল মূল্যায়ন করবে। আসন্ন নির্বাচনে দলীয় প্রতীক পেয়ে নির্বাচিত হলে তার নির্বাচিত এলাকায় কোনো ধরনের বৈষম্য না রাখার প্রত্যয় ব্যক্ত করে সবার সঙ্গে সৎভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ আইয়ুব আলী,সদর উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম, উপ-প্রচার সম্পাদক লায়ন মিলন ইসলাম,জেলা বিএনপি নেতা ফুরদুজ্জামান,সদর থানা কৃষক দলের সাবেক সদস্য সচিব পল্টু মিয়া,সাবেক ছাত্রদল নেতা মুস্তাফিজুর রহমান রবিন প্রমুখ।