সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

গাজীপুরে চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা গ্রেপ্তার, চার নেতা বহিষ্কার 

গাজীপুর প্রতিনিধি
  ০৭ জুলাই ২০২৫, ১১:৪১
গাজীপুরে চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা গ্রেপ্তার, চার নেতা বহিষ্কার 
বিএনপির নেতা জিয়াউল হাসান স্বপন গ্রেপ্তার-যাযাদি

গাজীপুরের টঙ্গীতে চাঁদাবাজির অভিযোগে দায়ের হওয়া মামলায় গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান স্বপনকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

একই অভিযোগে গাজীপুর মহানগর বিএনপির চার নেতাকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (৬ জুলাই) দুপুরে টঙ্গীর দত্তপাড়া দিঘীরপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জিয়াউল হাসান স্বপন টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়া এলাকার কফিল উদ্দিন দেওয়ানের ছেলে।

এলাকাবাসী জানান, আওয়ামী লীগ সরকার পতনের পরে বেপরোয়া হয়ে ওঠেন স্বপন। বর্তমানে দলীয় কোনো পদে না থাকলেও সাবেক বিএনপি নেতা পরিচয়ে প্রকাশ্যে চালিয়ে যান চাঁদাবাজি।

এলাকার ব্যবসায়ী শ্রেণী, শিক্ষক, বাড়িওয়ালাদের টার্গেট করে ফাঁদে ফেলার চেষ্টা করেন। চাহিদা মাফিক চাঁদা না পেলেই টার্গেট ব্যক্তিকে করেন মামলার আসামি। এসব ঘটনায় তার বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় একাধিক মামলা রয়েছে।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘‘টঙ্গী পূর্ব থানায় স্বপনের নামে ৪টি চাঁদাবাজির মামলা রয়েছে। পুলিশ তার অবস্থান নিশ্চিতের পর অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে৷’’

গাজীপুর মহানগর বিএনপির চার নেতা বহিষ্কার

অপরদিকে রোববার সন্ধ্যায় বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ওই চার নেতা হলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার (পাপ্পু), গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আবদুল হালিম মোল্লা, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সদস্য জিয়াউল হাসান (স্বপন) ও টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সিরাজুল ইসলাম (সাথী)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তাঁদের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের সুস্পষ্ট অভিযোগ পাওয়া গেছে। এ ধরনের কার্যকলাপ দলীয় শৃঙ্খলা এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী।

সুতরাং এসব কর্মকাণ্ডের জন্য তাঁদের বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে নির্দেশক্রমে বহিষ্কার করা হয়েছে।

গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল করিম সাংবাদিকদের বলেন, ওই চারজনের বিরুদ্ধে বিভিন্ন এলাকায় বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ ওঠে।

এসব অভিযোগের ভিত্তিতে দল ওই সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরও বলেন, বিএনপিতে কোনো চাঁদাবাজ বা সন্ত্রাসীর জায়গা নেই। এসব বিষয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরাসরি পর্যবেক্ষণ করেন।

কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলেই দল তাঁর বিরুদ্ধে কঠিন সিদ্ধান্ত নেবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে