সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

স্বরূপকাঠিতে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
  ০৭ জুলাই ২০২৫, ১৩:১৮
স্বরূপকাঠিতে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন
পৌরসভা চত্বরে আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদুল ইসলাম-যাযাদি

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি পৌরসভার সম্মানিত নাগরিকদের জন্য বকেয়া সহ হালনাগাদ পৌরকর পরিশোধের সুযোগ করে দিতে শুরু হয়েছে সপ্তাহব্যাপী পৌর কর মেলা-২০২৫।

আজ সোমবার (৭ জুলাই) সকালে পৌরসভা চত্বরে আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদুল ইসলাম।

সকাল ১০টায় মেলার উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন স্বরূপকাঠি পৌরসভার সচিব মো. সাইফুল ইসলাম খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা উজ্জ্বল দেবনাথসহ পৌরসভার কর্মকর্তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদুল ইসলাম তার বক্তব্যে বলেন, “পৌর নাগরিক হিসেবে কর প্রদান করা একটি নাগরিক দায়িত্ব ও কর্তব্য।

করের টাকায়ই পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত হয়। তাই স্বতঃস্ফূর্তভাবে সবাইকে বকেয়া ও হালনাগাদ পৌরকর পরিশোধে এগিয়ে আসতে হবে।” তিনি আরও জানান, এই মেলার মাধ্যমে নাগরিকরা দ্রুত, স্বচ্ছ ও সহজ উপায়ে কর পরিশোধের সুযোগ পাচ্ছেন, যা নাগরিক সেবার একটি নতুন দৃষ্টান্ত।

মেলায় পৌরসভার নির্ধারিত বুথগুলোতে বসে কর সংক্রান্ত তথ্য প্রদান, বকেয়া নির্ধারণ ও তাৎক্ষণিক অর্থ পরিশোধের ব্যবস্থা রাখা হয়েছে। মেলায় নাগরিকদের মাঝে কর সচেতনতা বৃদ্ধি এবং কর প্রদান প্রক্রিয়া সহজতর করার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সপ্তাহব্যাপী কর মেলা আয়োজন করেন স্বরূপকাঠি পৌরসভা। এই মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। পৌরসভা আশা করছে, এই উদ্যোগে নাগরিকরা উৎসাহিত হয়ে আরও বেশি কর পরিশোধে অংশ নেবেন, যা পৌর এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে