নেই সংযোগ সড়ক, ৩০ বছর ধরে অকেজো দুটি ব্রিজ
ভূঞাপুরে কোন কাজেই আসছেনা ৩০ বছর আগে নির্মাণ করা দুটি ব্রিজ। সংযোগ সড়ক না থাকায় এর সুফল পাচ্ছে না স্থানীয় লোকজন। মাদকসেবীরা খুলে নিচ্ছে রড, খসে পড়ছে পলেস্তার। যাতায়াতের রাস্তা দখল করে নির্মাণ করা হচ্ছে ঘর-বাড়ি, চাষ করা হচ্ছে সবজি।