logo
সোমবার, ১৩ জুলাই ২০২০, ২৯ আষাঢ় ১৪২৬

  অনলাইন ডেস্ক    ০৪ জুন ২০২০, ০০:০০  

সংবাদ সংক্ষেপ

সংবাদ সংক্ষেপ
প্রেসিডেন্ট জোকো উইদোদো
নাগরিক অধিকার খর্ব

প্রেসিডেন্টকে ক্ষমা

চাওয়ার নির্দেশ

যাযাদি ডেস্ক

নাগরিক অসন্তোষ নিয়ন্ত্রণে ইন্টারনেটের গতি কমিয়ে দেশের মানুষের অধিকার খর্ব করায় ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছে দেশটির একটি আদালত। বুধবার দেশটির আদালত গত বছর সরকারের নেওয়া পাপুয়া অঞ্চলের ইন্টারনেটের গতি কমিয়ে দেয়ার সেই সিদ্ধান্তকে বেআইনি হিসেবেও ঘোষণা দিয়েছে।

গত বছরের আগস্টে দেশটির জাভা দ্বীপের সুরাবায়া শহরে পাপুয়ান শিক্ষার্থীরা বর্ণবাদী আচরণের শিকার হওয়ার পর বেশ কয়েকটি শহরে বিক্ষোভ শুরু হয়। পাপুয়া এবং পশ্চিম পাপুয়া প্রদেশে বিক্ষোভ ছড়িয়ে পড়লে দেশটির সরকার সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানির বিস্তার ঠেকাতে ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দেয়। বুধবার জাকার্তার প্রশাসনিক আদালত প্রেসিডেন্ট জোকো উইদোদোসহ দেশটির কেন্দ্রীয় সরকারকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়ে বিবৃতি দেয়ার নির্দেশ দিয়েছে। সেই সময় দেশটির বিভিন্ন প্রান্তে ইন্টারনেটের গতি হ্রাস এবং কিছু কিছু এলাকায় বিচ্ছিন্ন করে দেয়া হয়।

আদালতের নির্দেশনায় বলা হয়েছে, নাগরিক অধিকার খর্ব এবং স্বাধীনতায় হস্তক্ষেপ করায় দেশের সরকার অন্তত তিনটি জাতীয় দৈনিক এবং ছয়টি টেলিভিশনে আগামী এক মাসের মধ্যে বিবৃতি প্রকাশ এবং প্রচার করে ক্ষমা প্রার্থনা করবে। গত বছর জাকার্তার প্রশাসনিক আদালতে দেশটির সরকারের বিরুদ্ধে মামলা করেছিল ইন্দোনেশীয় 'অ্যালায়েন্স অফ ইন্ডিপেনডেন্ট জার্নালিস্ট 'এবং 'সাউথইস্ট এশিয়া ফ্রিডম অফ এক্সপ্রেশন নেটওয়ার্ক' নামের দুটি সংস্থা। এই মামলার শুনানি শেষে বুধবার আদালত সরকারকে ক্ষমা চাওয়ার জন্য এক মাসের সময় বেঁধে দিয়ে নির্দেশ জারি করে। দেশটির সরকার আদালতের এই নির্দেশের বিরুদ্ধে আপিল করবে কি-না, বিষয়টি এখনো পরিষ্কার নয়। তবে আপিল করার জন্য ১৪ দিনের সময় পাবে দেশটির ক্ষমতাসীন জোকো উইদোদো সরকার। সংবাদসূত্র : রয়টার্স

করোনায় পাকিস্তানের

প্রাদেশিক মন্ত্রীর মৃতু্য

যাযাদি ডেস্ক

করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন পাকিস্তানের সিন্ধ প্রদেশের এক মন্ত্রী। গুলাম মুর্তজা বেলুচ সিন্ধ প্রদেশের মানব ব্যবস্থাপনা বিষয়ক মন্ত্রী ছিলেন।

সাম্প্রতিক সময়ে পাকিস্তানে কড়াকড়ি তুলে নেওয়া হয়েছে। জনসমাগম এবং ব্যবসা-বাণিজ্য পুনরায় চালুর অনুমতি দেওয়া হয়েছে। কড়াকড়ি তুলে নেওয়ার পর থেকেই দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে আরও চার হাজার এবং মারা গেছে ৬৭ জন। সংবাদসূত্র : আল-জাজিরা

পেরুতে করোনায় ২০

সাংবাদিকের মৃতু্য

যাযাদি ডেস্ক

পেরুতে করোনা ছড়িয়ে পড়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২০ জন সাংবাদিকের মৃতু্য হয়েছে।

প্রায়শই অপ্রতুল সুরক্ষা ব্যবস্থা নিয়ে রিপোর্টিংকালে তারা করোনা আক্রান্ত হন। দেশটির সাংবাদিক ইউনিয়ন মঙ্গলবার এ কথা জানায়। করোনা আক্রান্তের দিক থেকে ল্যাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে ব্রাজিলের পরেই আছে পেরু। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ৭০ হাজার ছাড়িয়েছে। আর মৃতু্য হয়েছে চার হাজার ৬৩৪ জনের।

দেশটির 'ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব জার্নালিস্ট'র পক্ষ থেকে জানানো হয়েছে, আক্রান্ত ও মৃতদের মধ্যে সাংবাদিকরাও রয়েছেন। সাংবাদিকদের এই সংগঠনের মুখপাত্র জুলিয়ানা লাইনেস বলেন, 'দেশজুড়ে ১ জুন পর্যন্ত আমাদের সহকর্মীদের মৃতু্যর সংখ্যা দাঁড়িয়েছে ২০ জনে।' সংবাদসূত্র : এএফপি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে