বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২
৭ম শ্রেণির পড়াশোনা

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

  ০৯ ডিসেম্বর ২০১৯, ০০:০০
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
সামাজিক সমস্যা-

অধ্যায়-৯

৩৩. সম্প্রতি কোনো কোনো পেশাজীবীর জন্য অবসরের বয়সসীমা বাড়িয়ে কত বছর করা হয়েছে?

ক. ৫৮

খ. ৬০

গ. ৬৩

ঘ. ৬৫

সঠিক উত্তর: ঘ. ৬৫

৩৪. পৃথিবীর কোথায় প্রবীণদের নানা রকম সুযোগ-সুবিধা আছে?

ক. উন্নত দেশে

খ. অনুন্নত দেশে

গ. উন্নয়নশীল দেশে

ঘ. প্রগতিশীল দেশে

সঠিক উত্তর: ক. উন্নত দেশে

৩৫. প্রবীণদের মনস্তাত্ত্বিক সমস্যার ক্ষেত্রে কোনটি বাড়তি সমস্যার সৃষ্টি করে?

ক. স্মৃতিবিভ্রম

খ. শ্রবণশক্তি হ্রাস

গ. শারীরিক সক্ষমতা

ঘ. দৃষ্টিহীনতা

সঠিক উত্তর: ক. স্মৃতিবিভ্রম

৩৬. আমাদের দেশে কোন বয়সীদের প্রবীণ হিসেবে গণ্য করা হয়?

ক. পঞ্চাশোর্ধ্ব

খ. ষাটোর্ধ্ব

গ. পঁয়ষট্টি-ঊর্ধ্ব

ঘ. সত্তর বা তার বেশি

সঠিক উত্তর: খ. ষাটোর্ধ্ব

৩৭. উন্নত দেশগুলোতে 'সিনিয়র সিটিজেন' কোন বয়সীরা?

ক. ৫৫ ও ৬০

খ. ৬০ বা ৬৫

গ. ৬৫ বা ৭০

ঘ. ৭০ বা ৭৫

সঠিক উত্তর: খ. ৬০ বা ৬৫

৩৮. 'প্রবীণ দিবস' ঘোষণা করেছে কোন সংস্থা?

ক. ওআইসি

খ. জাতিসংঘ

গ. ইউনেসকো

ঘ. ইউনিসেফ

সঠিক উত্তর: খ. জাতিসংঘ

৩৯. কোন ধরনের পরিবারে প্রবীণেরা কর্তৃত্ব লাভ করতেন?

ক. একান্নবর্তী পরিবারে

খ. একক পরিবারে

গ. ছোট পরিবারে

ঘ. অণু পরিবারে

সঠিক উত্তর: ক. একান্নবর্তী পরিবারে

৪০. বর্তমান সময়ের ছোট পরিবারে থাকছে-

র. স্বামী-স্ত্রী

রর. ছেলে-মেয়ে

ররর. কাজের লোক

নিচের কোনটি সঠিক?

ক. র খ. রর

গ. র ও রর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর: ঘ. র, রর ও ররর

অধ্যায়-১০

১. কোনটি অন্যতম সামাজিক সমস্যা?

ক. সতীদাহ প্রথা

খ. দাস প্রথা

গ. যৌতুক প্রথা

ঘ. বহুবিবাহ প্রথা

সঠিক উত্তর: গ. যৌতুক প্রথা

২. কোনটি সামাজিক সমস্যার অন্তর্গত?

ক. নিরক্ষতা

খ. মুদ্রাস্ফীতি

গ. অদক্ষ জনশক্তি

ঘ. খাদ্যঘাটতি

সঠিক উত্তর: ক. নিরক্ষতা

৩. বিয়ের সময় বরকে অর্থ, সম্পত্তি, মূল্যবান আসবাব ও সরঞ্জাম দেওয়াকে কী বলে?

ক. উপহার

খ. দেনমোহর

গ. যৌতুক

ঘ. উপঢৌকন

সঠিক উত্তর: গ. যৌতুক

৪. প্রাচীন এথেন্সে কনে বিয়ের পর স্বামীর ঘরে কী নিয়ে যেত?

ক. আসবাব

খ. খাদ্যসামগ্রী

গ. শুধু সোনার গয়না

ঘ. অর্থসম্পত্তি

সঠিক উত্তর: ঘ. অর্থসম্পত্তি

৫. কোন সমস্যাটি বহুবিবাহের মূলে রয়েছে?

ক. যৌতুক

খ. নারী নির্যাতন

গ. মাতৃমৃতু্য

গ. বেকারত্ব

সঠিক উত্তর: ক. যৌতুক

৬. দেশে প্রায় সব ক্ষেত্রেই বরপক্ষ কার কাছে যৌতুক দাবি করে?

ক. কনেপক্ষের কাছে

খ. কনের পিতার কাছে

গ. কনের কাছে

ঘ. কনের চাচার কাছে

সঠিক উত্তর: ক. কনেপক্ষের কাছে

৭. যৌতুক কোন ধরনের প্রথা?

ক. আধুনিক

খ. অভিজাতেরা

গ. প্রাচীন

ঘ. মধ্যযুগীয়

সঠিক উত্তর: গ. প্রাচীন

৮. যৌতুক হিসেবে যে যত বেশি ধনসম্পদ ও টাকা পয়সা আদায় করতে পারে, সে তত বেশি নিজেকে কী মনে করে?

ক. বীর খ. হীনম্মন্য

গ. গৌরবান্বিত ঘ. জ্ঞানী

সঠিক উত্তর: গ. গৌরবান্বিত

৯. মেয়ের পিতা-মাতার পাত্রপক্ষকে যৌতুক দেওয়ার কারণ্ত

র. স্বামীর সংসারে যাতে মেয়ের অসম্মান না হয়

রর. স্বামীর সংসারে মেয়ের অবস্থানকে শক্ত করার চেষ্টা করা

ররর. নিজেদের সামাজিক অবস্থানকে শক্ত করার চেষ্টা করা

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর: ক. র

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে