logo
শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০১৯, ৫ আশ্বিন ১৪২৬

  বিনোদন রিপোটর্   ০৬ অক্টোবর ২০১৮, ০০:০০  

নেটফ্লিক্সের ওয়েব সিরিজে ইমতু

নেটফ্লিক্সের ওয়েব সিরিজে ইমতু
ইমতু রাতিশ
শোবিজের পরিচিত মুখ উপস্থাপক-মডেল ও অভিনেতা ইমতু রাতিশ। অনলাইন প্ল্যাটফমর্ নেটফ্লিক্সের জন্য নিমির্ত হচ্ছে ৩৪ পবের্র ওয়েব সিরিজ ‘টিং টিং’। এতে অভিনয় করছেন তিনি। জানা গেছে, ১৪ সেপ্টেম্বর থেকে ইউরোপের মাল্টায় এর শুটিং শুরু হয়েছে। আর এর মধ্যেই ৬ পবের্র শুটিং শেষ করেছেন ইমতু। এটি নিমার্ণ করছেন ব্রিটিশ নিমার্তা রেহান মালেক। প্রযোজনা করছেন বাংলাদেশি বংশোদ্ভূত হাসান ঈমান। ১৩ অক্টোবর পযর্ন্ত চলবে শুটিং।

এ বিষয়ে ইমতুর ভাষ্য, ‘পরিচালক-প্রযোজক দুজনেই বিবিসি, স্কাই টিভির জন্য বিভিন্ন ধরনের কাজ করে থাকেন। প্রযোজক হাসান ঈমান বাংলাদেশের কয়েকটি সিনেমা নিমাের্ণর সঙ্গে জড়িত ছিলেন। সেখান থেকে কথা হয় এই ওয়েব সিরিজের কাজের ব্যাপারে।’

ওয়েব সিরিজটিতে ইমতু ছাড়াও সেতু হায়দার, শিপন মিত্রসহ ইউরোপের কয়েকজন শিল্পী এতে অভিনয় করছেন। এর প্রচার শুরু হবে আগামী বছর।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে