মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

ছোটপদার্র অনুষ্ঠানমালা

  ০৩ নভেম্বর ২০১৮, ০০:০০
ছোটপদার্র অনুষ্ঠানমালা
ছোটপদার্র অনুষ্ঠানমালা

বাংলাভিশনে প্রতি রোব ও সোমবার রাত ৮টা ১৫মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘রোড নাম্বার ৭, বাড়ি নাম্বার ১৩’। আজাদ আবুল কালামের রচনা ও রুলীন রহমানের পরিচালনায় নাটকটিতে রিচি ছাড়াও অভিনয় করেছেন আফরান নিশো, ইন্তেখাব দিনার, সুজানা জাফর, আজাদ আবুল কালাম, তানিয়া হোসাইন, শম্পা রেজা, আবুল হায়াত, খায়রুল আলম সবুজ, আফরোজা বানু, দিহান, শাহাদাৎ প্রমুখ

এটিএন বাংলায় আজ রাত ৮টা ৩০মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘মেঘে ঢাকা শহর’। রচনা রুদ্র মাহফুজ, পরিচালনা সাখাওয়াৎ হেসেন মানিক। অভিনয়ে আবুল হায়াত, ডলি জহুর, ড. এনামুল হক, শম্পা রেজা, অপূবর্, উমির্লা, সাজু খাদেম, নাঈম, তানিয়া হোসাইন, লুঃফর রহমান জজর্, আহসান হাবিব নাসিম, বঁাধন, ডা. এজাজ প্রমুখ

স্টার জলসায় আজ রাত ৮.৩০ টায় প্রচার হবে মেগা সিরিয়াল ফাগুন বউ। ধারাবাহিকটি প্রতি সপ্তাহে সোম থেকে রোববার নিয়মিত প্রচার হচ্ছে

বৈশাখী টিভিতে আজ রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘ছায়াবিবি’। সাজ্জাদ হোসেন দোদুলের রচনা ও পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন চিত্রলেখা গুহ, মুনিরা মিঠু, লুৎফর রহমান জজর্, আ খ ম হাসান, সিদ্দিকুর রহমান, আরফান আহমেদ প্রমুখ

জি বাংলায় প্রতি সোম থেকে শনিবার বাংলাদেশ সময় রাত ৯টায় প্রচার হচ্ছে মেগা সিরিয়াল ‘সীমারেখা’। শাশ্বতী ঘোষের গল্প অবলম্বনে এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন যৌথভাবে সুমন ও অমিত দাস। দুই মেরুর দুই বোনের জীবনকাহিনী নিয়ে নিমির্ত হয়েছে এই ধারাবাহিক নাটকটি। এতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন ভারতের প্রখ্যাত অভিনেত্রী ইন্দ্রানী হালদার

আরটিভিতে প্রতি রোব, সোম ও মঙ্গলবার রাত ১০টায় প্রচার হচ্ছে বৃন্দাবন দাসের রচনা ও সঞ্জিত সরকারের পরিচালনায় নাটক ‘মজনু একজন পাগল নহে’। অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, ফারহানা মিলি, ফজলুর রহমান বাবু, নিশা, আখম হাসান, ডা. এজাজুল ইসলাম, শাহনাজ খুশি, গোলাম ফরিদা ছন্দা প্রমুখ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে