মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

প্রথম প্রহরে নবান্ন উৎসব

কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা
  ১৭ নভেম্বর ২০১৯, ০০:০০
প্রথম প্রহরে নবান্ন উৎসব
গাজীপুরের কালীগঞ্জে শহীদ ময়েজউদ্দিন সড়কে নবান্ন উৎসব উদযাপন করা হয় -যাযাদি

গাজীপুরের কালীগঞ্জে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন টোয়েল্ট্রা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দের প্রথম প্রহরে নবান্ন উৎসব পালিত হয়েছে। শুক্রবার রাতে সংগঠনটির ৮ম বর্ষপূর্তি এবং ৯ম বর্ষে পদার্পণ উপলক্ষে পৌর এলাকার শহীদ ময়েজউদ্দিন সড়কে নিজস্ব কার্যালয়ে এ উৎসব পালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালীগঞ্জ পৌর মেয়র মো. লুৎফুর রহমান। টোয়েল্ট্রা ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি কাজী গোলাম রাব্বানী রোমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. রাশিদুল হাসান রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্য আরও বক্তব্য রাখেন গাজীপুর জেলা পরিষদের সদস্য শফিউল কাদের নান্নু, কালীগঞ্জ ইউপির সাবেক চেয়ারম্যান আজাদ ফারুক আহমেদ, সাংবাদিক আব্দুর রহমান আরমান, ইব্রাহীম খন্দকার প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে