মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

পূর্বধলায় ভস্মীভূত ১৬ দোকান

পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা
  ১৫ ডিসেম্বর ২০১৯, ০০:০০
পূর্বধলায় ভস্মীভূত ১৬ দোকান

নেত্রকোনার পূর্বধলা উপজেলার স্টেশন বাজারে শনিবার মধ্যরাতে এক ভয়াবহ অগ্নিকান্ড সংঘটিত হয়েছে। এতে ১৬টি দোকানঘর মালামালসহ ভস্মীভূত হয়ে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার আনুমানিক রাত ২টায় পূর্বধলা স্টেশন বাজারে মোজাম্মেল হকের সোনালী ফার্মেসি থেকে বৈদু্যতিক শর্টসার্কিটের মাধ্যমে হঠাৎ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা চারপাশে ছড়িয়ে পড়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন, ময়মনসিংহ ও নেত্রকোনা থেকে দুইটি ইউনিট ঘটনাস্থলে ৩টা ২০ মিনিটে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পার্শ্ববর্তী আরও ১৫টি দোকান আগুনে ভস্মীভূত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে