মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

বাল্যবিবাহের দায়ে কনের বাবার জরিমানা

বোয়ালমারী (ফরিদপুর) সংবাদদাতা
  ১৫ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০
বাল্যবিবাহের দায়ে কনের বাবার জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সদর ইউনিয়নের চালিনগর গ্রামে শুক্রবার বিকালে বাল্যবিবাহের আয়োজন করায় কনের বাবাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আদালতের বিচারক ও ইউএনও ঝোটন চন্দ এ জরিমানা করেন।

জানা যায়, শুক্রবার বিকালে চালিনগর গ্রামের এক অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ে ঠিক ছিল একই উপজেলার ঘোষপুর ইউনিয়নের ভিমপুর গ্রামের এনায়েত হোসেনের ছেলে আল আমিনের (২৫) সঙ্গে। উপজেলা নির্বাহী কর্মকর্তা খবর পেয়ে বিয়েবাড়িতে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কনের বাবাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। এ সময় প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দেবেন না মর্মে মুচলেকা দেন কনের বাবা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে