মেহেরপুরে গমের বাম্পার ফলনে খুশি কৃষকরা
মেহেরপুর জেলায় এবার গমের বাম্পার ফলন পাচ্ছে চাষী। এবছর গমের ব্লাস্ট রোগ না থাকায় চাষিরা গম চাষ করে ভাল ফলন পাচ্ছে। গমের ফলনের পাশাপাশি বর্তমান বাজার দরেও খুশি চাষী। ফলে চাষিরা আবারও গম চাষে আগ্রহ ফিরে পাচ্ছে বলে মনে করছে