বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গফরগাঁওয়ে কাল বৈশাখী ঝড়ে কেড়ে নিল সূর্যমুখীর হাসি

নাজমুল হক বিপ্লব,গফরগাঁও
  ৩১ মার্চ ২০২৩, ১৪:৪৪

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় কাল বেশাখী ঝড়ে সূর্যমুখী ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। হঠাৎ এই ঝড় কেড়ে নিল সূর্যমুখীর হাসি। শুত্রুবার রাতে আকস্মিকভাবে ঝড়োবৃষ্টিতে সূর্যমুখীর গাছ হেলে পড়েছে । কাল বৈশাখী ঝড়ো বৃষ্টিতে সূর্যমুখী ফসলের ক্ষতি হওয়ায় কৃষকদের চোখে-মুখে হতাশার ছাপ।

কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর উপজেলায় প্রায় ৫ হেক্টর জমিতে সূর্যমুখীর আবাদ হয়েছে। ফলনও খুব ভালো হয়েছে। কয়েক দিন পর উৎপাদিত ফসল কেটে ঘরে তুলে বিক্রির স্বপ্ন দেখছিলেন তারা। আকস্মিক বৃষ্টি ও ঝড়োহাওয়াতে তাদের স্বপ্ন এখন চুরমার হয়ে গেছে।

রাওনা ইউনিয়নের খারুয়া মোকন্দ গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষক দেলুয়ার সাইদ দোলাল বলেন, ঝড়বৃষ্টিতে আমার আবাদ করা ১ হেক্টর সূর্যমুখী ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়োবাতাস ও বৃষ্টির কবলে পড়ে গাছগুলো হেলে পড়ে গেছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুর মোহাম্মদ বলেন, ক্ষতির পরিমাণ তালিকা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হবে। পাশাপাশি জমিতে পানি যেন জমে না থাকে সে বিষয়ে কৃষকদের সার্বিকভাবে পরামর্শ দেওয়া হচ্ছে। কয়েক দিন পর উৎপাদিত ফসল কেটে ঘরে তুলে স্বপ্ন দেখছিলেন কৃষক । হঠাৎ ঝড়ে ক্ষতির মুখে পড়েছে কৃষক।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে