বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রিন্স হ্যারির আত্মজীবনী চলছে গরম পিঠার মতো, মধ্যরাতেও ভিড়

যাযাদি ডেস্ক
  ১০ জানুয়ারি ২০২৩, ১২:৪৫

প্রিন্স হ্যারির বহুল প্রতীক্ষিত আত্মজীবনী ‘স্পেয়ার’ গরম পিঠার মতো বিক্রি হচ্ছে। আনুষ্ঠানিকভাবে প্রকাশের পর লন্ডনে বইয়ের দোকানে ভিড় করেছেন উৎসাহী পাঠকেরা। তাদের সামাল দিতে মধ্যরাত পর্যন্ত খোলা রাখতে হচ্ছে দোকান।

আজ মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটাই জানা গেছে।

বিশ্বব্যাপী বইটি ১৬টি ভাষায় প্রকাশ পেয়েছে। ইতোমধ্যে গত এক দশকে সবচেয়ে বেশি প্রি-অর্ডার হওয়া বইয়ের তালিকায় নাম লিখিয়েছে ‘স্পেয়ার’।

অনলাইন খুচরা বিক্রেতা অ্যামাজন বলছে, স্মৃতিকথামূলক বইটি ইতোমধ্যে যুক্তরাজ্যে টপ লিস্টে উঠে এসেছে।

প্রিন্স হ্যারির আত্মজীবনীটি গত বৃহস্পতিবার স্পেনে প্রকাশিত হয়। সেখানেও পাঠকের তুঙ্গস্পর্শী কৌতুহল দেখা গেছে।

ব্রিটিশ রাজপরিবার ছেড়ে আসা প্রিন্স হ্যারির আত্মজীবনীমূলক গ্রন্থ ‘স্পেয়ার’ প্রকাশিত হওয়ার আগেই বইটি থেকে একের পর এক চমকপ্রদ তথ্য বেরিয়ে আসে। তিনি কীভাবে নিগ্রহের শিকার হয়েছিলেন, অভিনেত্রী মেগান মার্কেলকে বিয়ের পর হ্যারির ভাই উইলিয়াম কীভাবে তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়েছিলন, পিতৃপরিচয় নিয়ে তার বাবা তৃতীয় চার্লস কী ‘তেতো স্বাদের’কৌতুক করেছিলেন, ১৯৯৭ সালে হ্যারির মা প্রিন্সেস ডায়ানার মৃত্যুতে পুরো দুনিয়া শোকাহত হলেও তিনি কেন মাত্র একবারই কেঁদেছিলেন ইত্যাদি নানা বিষয় আগ্রহের জন্ম দেয় পাঠকদের মধ্যে।

যাযাদি/ সোহেল

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে